Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ২০৪

Qur'an Surah Ash-Shu'ara Verse 204

আশ-শো'আরা [২৬]: ২০৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ (الشعراء : ٢٦)

afabiʿadhābinā
أَفَبِعَذَابِنَا
So is it for Our punishment
কি তবে শাস্তি সম্পর্কে আমাদের
yastaʿjilūna
يَسْتَعْجِلُونَ
they wish to hasten?
তারা তাড়াহুড়া করছে

Transliteration:

Aafabi 'azaabinaa yasta'jiloon (QS. aš-Šuʿarāʾ:204)

English Sahih International:

So for Our punishment are they impatient? (QS. Ash-Shu'ara, Ayah ২০৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে? (আশ-শো'আরা, আয়াত ২০৪)

Tafsir Ahsanul Bayaan

ওরা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়? [১]

[১] এখানে ঐসব দাবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা তারা তাদের নবীর নিকট করেছিল যে, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আযাব নিয়ে এসো।

Tafsir Abu Bakr Zakaria

তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?

Tafsir Bayaan Foundation

তাহলে কি তারা আমার আযাব ত্বরান্বিত করতে চায়?

Muhiuddin Khan

তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?

Zohurul Hoque

কী, তারা কি এখনও আমাদের শাস্তি সন্বন্ধে তাড়াতাড়ি করতে চায়?