Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৯৫

Qur'an Surah Ash-Shu'ara Verse 195

আশ-শো'আরা [২৬]: ১৯৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِيْنٍ ۗ (الشعراء : ٢٦)

bilisānin
بِلِسَانٍ
In language
মাধ্যমে ভাষায়
ʿarabiyyin
عَرَبِىٍّ
Arabic
আরবী
mubīnin
مُّبِينٍ
clear
সুস্পষ্ট

Transliteration:

Bilisaanin 'Arabiyyim mubeen (QS. aš-Šuʿarāʾ:195)

English Sahih International:

In a clear Arabic language. (QS. Ash-Shu'ara, Ayah ১৯৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সুস্পষ্ট আরবী ভাষায়। (আশ-শো'আরা, আয়াত ১৯৫)

Tafsir Ahsanul Bayaan

(অবতীর্ণ করা হয়েছে) সুস্পষ্ট আরবী ভাষায়।

Tafsir Abu Bakr Zakaria

সুস্পষ্ট আরবী ভাষায় [১]।

[১] আয়াত থেকে জানা গেল যে, আরবী ভাষায় লিখিত কুরআনই কুরআন। অন্য যে কোন ভাষায় কুরআনের কোন বিষয়বস্তুর অনুবাদকে কুরআন বলা হবে না। দেখুন- [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

সুস্পষ্ট আরবী ভাষায়।

Muhiuddin Khan

সুস্পষ্ট আরবী ভাষায়।

Zohurul Hoque

সুস্পষ্ট আরবী ভাষায়।