Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৮৮

Qur'an Surah Ash-Shu'ara Verse 188

আশ-শো'আরা [২৬]: ১৮৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ رَبِّيْٓ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
(শু'আইব) বললো
rabbī
رَبِّىٓ
"My Lord
"আমার রব
aʿlamu
أَعْلَمُ
knows best
খুব জানেন
bimā
بِمَا
of what
ঐ বিষয়ে যা
taʿmalūna
تَعْمَلُونَ
you do"
তোমরা করছো"

Transliteration:

Qaala Rabbeee a'lamu bimaa ta'maloon (QS. aš-Šuʿarāʾ:188)

English Sahih International:

He said, "My Lord is most knowing of what you do." (QS. Ash-Shu'ara, Ayah ১৮৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শু‘আয়ব বলল- ‘তোমরা যা কর, আমার প্রতিপালক সে সম্পর্কে বেশি অবগত।’ (আশ-শো'আরা, আয়াত ১৮৮)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘আমার প্রতিপালক ভাল জানেন তোমরা যা কর।’ [১]

[১] অর্থাৎ, তোমরা যা কিছু কুফর ও শিরক করছ, মহান আল্লাহ তা প্রত্যক্ষ করছেন। আর তিনিই তার প্রতিদান দেবেন। যদি চান তাহলে পৃথিবীতেই দিয়ে দেবেন। আযাব ও শাস্তি তারই এখতিয়ারভুক্ত।

Tafsir Abu Bakr Zakaria

তিনি বললেন, ‘আমার রব ভাল করে জানেন তোমরা যা কর।’

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত’।

Muhiuddin Khan

শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।

Zohurul Hoque

তিনি বললেন -- ''আমার প্রভু ভাল জানেন কী তোমরা কর।’’