Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৮৫

Qur'an Surah Ash-Shu'ara Verse 185

আশ-শো'আরা [২৬]: ১৮৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ ۙ (الشعراء : ٢٦)

qālū
قَالُوٓا۟
They said
তারা বলেছিলো
innamā
إِنَّمَآ
"Only
"মূলতঃ
anta
أَنتَ
you
তুমি
mina
مِنَ
(are) of
অন্তর্ভুক্ত
l-musaḥarīna
ٱلْمُسَحَّرِينَ
those bewitched
জাদুগ্রস্তদের

Transliteration:

Qaalooo innamaa anta minal musahhareen (QS. aš-Šuʿarāʾ:185)

English Sahih International:

They said, "You are only of those affected by magic. (QS. Ash-Shu'ara, Ayah ১৮৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন। (আশ-শো'আরা, আয়াত ১৮৫)

Tafsir Ahsanul Bayaan

ওরা বলল, ‘তুমি তো যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্তর্ভুক্ত;

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত’।

Muhiuddin Khan

তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।

Zohurul Hoque

তারা বললে -- ''তুমি তো আলবৎ জাদুগ্রস্তদের মধ্যেকার,’’