কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৭৮
Qur'an Surah Ash-Shu'ara Verse 178
আশ-শো'আরা [২৬]: ১৭৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنِّيْ لَكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ ۙ (الشعراء : ٢٦)
- innī
- إِنِّى
- Indeed I am
- নিশ্চয়ই আমি
- lakum
- لَكُمْ
- to you
- জন্যে তোমাদের
- rasūlun
- رَسُولٌ
- a Messenger
- একজন রাসূল
- amīnun
- أَمِينٌ
- trustworthy
- বিশ্বস্ত
Transliteration:
Innee lakum Rasoolun ameen(QS. aš-Šuʿarāʾ:178)
English Sahih International:
Indeed, I am to you a trustworthy messenger. (QS. Ash-Shu'ara, Ayah ১৭৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি তোমাদের জন্য (প্রেরিত) বিশ্বস্ত রাসুল। (আশ-শো'আরা, আয়াত ১৭৮)
Tafsir Ahsanul Bayaan
নিঃসন্দেহে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল।
Tafsir Abu Bakr Zakaria
আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
Tafsir Bayaan Foundation
‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’।
Muhiuddin Khan
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
Zohurul Hoque
''আমি নিশ্চয়ই তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,