Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৭০

Qur'an Surah Ash-Shu'ara Verse 170

আশ-শো'আরা [২৬]: ১৭০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗٓ اَجْمَعِيْنَ ۙ (الشعراء : ٢٦)

fanajjaynāhu
فَنَجَّيْنَٰهُ
So We saved him
অতঃপর তাকে আমরা রক্ষা করলাম
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
and his family
ও তার পরিবারকে
ajmaʿīna
أَجْمَعِينَ
all
সবাইকে (একযোগে)

Transliteration:

Fanajjainaahu wa ahlahooo ajma'een (QS. aš-Šuʿarāʾ:170)

English Sahih International:

So We saved him and his family, all, (QS. Ash-Shu'ara, Ayah ১৭০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর আমি তাকে ও তার পরিবারবর্গের সকলকে রক্ষা করলাম (আশ-শো'আরা, আয়াত ১৭০)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং আমি তাকে এবং তার পরিবার-পরিজনকে রক্ষা করলাম;

Tafsir Abu Bakr Zakaria

তারপর আমরা তাকে এবং তার পরিবার-পরিজনকে সকলকে রক্ষা করলাম

Tafsir Bayaan Foundation

অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে রক্ষা করলাম।

Muhiuddin Khan

অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।

Zohurul Hoque

সুতরাং আমরা তাঁকে ও তাঁর পরিবারবর্গকে একই সঙ্গে উদ্ধার করলাম, --