কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৬৯
Qur'an Surah Ash-Shu'ara Verse 169
আশ-শো'আরা [২৬]: ১৬৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
رَبِّ نَجِّنِيْ وَاَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ (الشعراء : ٢٦)
- rabbi
- رَبِّ
- My Lord!
- হে আমার রব
- najjinī
- نَجِّنِى
- Save me
- আমাকে রক্ষা করো
- wa-ahlī
- وَأَهْلِى
- and my family
- ও আমার পরিবারকে
- mimmā
- مِمَّا
- from what
- (তা) হ'তে যা
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- they do"
- তারা করেছে"
Transliteration:
Rabbi najjjinee wa ahlee mimmmaa ya'maloon(QS. aš-Šuʿarāʾ:169)
English Sahih International:
My Lord, save me and my family from [the consequence of] what they do." (QS. Ash-Shu'ara, Ayah ১৬৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হে আমার প্রতিপালক! তারা যা করে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবারবর্গকে রক্ষা কর।’ (আশ-শো'আরা, আয়াত ১৬৯)
Tafsir Ahsanul Bayaan
হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পরিবার পরিজনকে ওদের কুকর্ম হতে রক্ষা কর।’
Tafsir Abu Bakr Zakaria
‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে, তারা যা করে, তা থেকে রক্ষা করুন।’
Tafsir Bayaan Foundation
‘হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর’।
Muhiuddin Khan
হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
Zohurul Hoque
''আমার প্রভু! তারা যা করে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে উদ্ধার করো।’’