কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৫৩
Qur'an Surah Ash-Shu'ara Verse 153
আশ-শো'আরা [২৬]: ১৫৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- qālū
- قَالُوٓا۟
- They said
- তারা বললো
- innamā
- إِنَّمَآ
- "Only
- "মূলতঃ
- anta
- أَنتَ
- you
- তুমি
- mina
- مِنَ
- (are) of
- অন্তর্ভুক্ত
- l-musaḥarīna
- ٱلْمُسَحَّرِينَ
- those bewitched
- জাদুগ্রস্তদের
Transliteration:
Qaalooo innamaa anta minal musahhareen(QS. aš-Šuʿarāʾ:153)
English Sahih International:
They said, "You are only of those affected by magic. (QS. Ash-Shu'ara, Ayah ১৫৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলল- ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের একজন। (আশ-শো'আরা, আয়াত ১৫৩)
Tafsir Ahsanul Bayaan
ওরা বলল, ‘তুমি তো যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।
Tafsir Abu Bakr Zakaria
তারা বলল, ‘তুমি তো জাদুগ্ৰস্তাদের অন্যতম।
Tafsir Bayaan Foundation
তারা বলল, ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।
Muhiuddin Khan
তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
Zohurul Hoque
তারা বললে -- ''তুমি তো নিঃসন্দেহ জাদুগ্রস্তদেরই একজন।