কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৪১
Qur'an Surah Ash-Shu'ara Verse 141
আশ-শো'আরা [২৬]: ১৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ ۖ (الشعراء : ٢٦)
- kadhabat
- كَذَّبَتْ
- Denied
- মিথ্যারোপ করেছিলো
- thamūdu
- ثَمُودُ
- Thamud
- সামূদ জাতি
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- the Messengers
- রাসূলদেরকে
Transliteration:
Kazzabat Samoodul mursaleen(QS. aš-Šuʿarāʾ:141)
English Sahih International:
Thamud denied the messengers. (QS. Ash-Shu'ara, Ayah ১৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল। (আশ-শো'আরা, আয়াত ১৪১)
Tafsir Ahsanul Bayaan
সামূদ সম্প্রদায়[১] রসূলগণকে মিথ্যাজ্ঞান করেছিল।
[১] সামূদ জাতির বাসস্থান ছিল হিজর, যা হিজাযের উত্তরে অবস্থিত। আজ-কাল যা মাদায়েন সালেহ নামে পরিচিত। (আইসারুত তাফাসীর) এরা ছিল আরবী। নবী (সাঃ) তাবুক যাওয়ার সময় তাদের এলাকার উপর দিয়ে পার হয়েছিলেন। যেমন, এর পূর্বে বর্ণিত হয়েছে।
Tafsir Abu Bakr Zakaria
সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।
Tafsir Bayaan Foundation
সামূদ জাতি রাসুলদেরকে অস্বীকার করেছিল,
Muhiuddin Khan
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
Zohurul Hoque
আর ছামূদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।