Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৩৩

Qur'an Surah Ash-Shu'ara Verse 133

আশ-শো'আরা [২৬]: ১৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَۙ (الشعراء : ٢٦)

amaddakum
أَمَدَّكُم
He has aided you
সাহায্য করেছেন তোমাদেরকে
bi-anʿāmin
بِأَنْعَٰمٍ
with cattle
দিয়ে গবাদিপশু
wabanīna
وَبَنِينَ
and children
ও সন্তান সন্তুতি

Transliteration:

Amaddakum bi an'aa minw wa baneen (QS. aš-Šuʿarāʾ:133)

English Sahih International:

Provided you with grazing livestock and children. (QS. Ash-Shu'ara, Ayah ১৩৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যিনি তোমাদেরকে দান করেছেন গবাদি পশু ও সন্তান-সন্তুতি। (আশ-শো'আরা, আয়াত ১৩৩)

Tafsir Ahsanul Bayaan

তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও সন্তান-সন্ততি,

Tafsir Abu Bakr Zakaria

তিনি তোমাদেরকে দান করেছেন চতুস্পদ জন্তু ও পুত্ৰ সন্তান,

Tafsir Bayaan Foundation

‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু ও সন্তান-সন্ততি দ্বারা’,

Muhiuddin Khan

তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,

Zohurul Hoque

''আর তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি-পশু ও সন্তান-সন্ততি দিয়ে,