Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৩১

Qur'an Surah Ash-Shu'ara Verse 131

আশ-শো'আরা [২৬]: ১৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِۚ (الشعراء : ٢٦)

fa-ittaqū
فَٱتَّقُوا۟
So fear
অতএব তোমরা ভয় করো
l-laha
ٱللَّهَ
Allah
আল্লাহকে
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
and obey me
এবং তোমরা আমার আনুগত্য করো

Transliteration:

Fattaqul laaha wa atee'oon (QS. aš-Šuʿarāʾ:131)

English Sahih International:

So fear Allah and obey me. (QS. Ash-Shu'ara, Ayah ১৩১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর। (আশ-শো'আরা, আয়াত ১৩১)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। [১]

[১] হূদ (আঃ) যখন তাদের সেই মন্দ গুণগুলো বর্ণনা করলেন, যা তাদের দুনিয়ার মোহে ডুবে থাকা এবং অত্যাচার ও অবাধ্যতার ইঙ্গিত বহন করে, তখন তিনি পুনরায় তাদেরকে আল্লাহ-ভীরুতা ও নিজ আনুগত্যের দাওয়াত দিলেন।

Tafsir Abu Bakr Zakaria

সুতরাং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

Tafsir Bayaan Foundation

‘সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরণ কর’।

Muhiuddin Khan

অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।

Zohurul Hoque

''সুতরাং তোমরা আল্লাহ্‌কে ভক্তিশ্রদ্ধা কর ও আমার আজ্ঞাপালন কর।