Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১২৮

Qur'an Surah Ash-Shu'ara Verse 128

আশ-শো'আরা [২৬]: ১২৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَ ۙ (الشعراء : ٢٦)

atabnūna
أَتَبْنُونَ
Do you construct
কি তোমরা নির্মাণ করছো
bikulli
بِكُلِّ
on every
স্হানে প্রত্যক
rīʿin
رِيعٍ
elevation
উঁচু
āyatan
ءَايَةً
a sign
(স্মৃতিচিহ্ন) নিদর্শন
taʿbathūna
تَعْبَثُونَ
amusing yourselves
তোমরা নিরর্থক কাজ করছো

Transliteration:

Atabnoona bikulli ree'in aayatan ta'basoon (QS. aš-Šuʿarāʾ:128)

English Sahih International:

Do you construct on every elevation a sign, amusing yourselves, (QS. Ash-Shu'ara, Ayah ১২৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অনর্থক স্মৃতিস্তম্ভ নির্মাণ করছ? (আশ-শো'আরা, আয়াত ১২৮)

Tafsir Ahsanul Bayaan

তোমরা তো প্রতিটি উচ্চস্থানে অযথা ইমারত (স্তম্ভ) নির্মাণ করছ (পথিকের সাথে হাসি-তামাশা করার জন্য);[১]

[১] رِيع শব্দটি رِيعَة এর বহুবচন। যার অর্থ উঁচু ভূমি, উঁচু ঢিবি, পাহাড়, উপত্যকা বা রাস্তা। রাস্তার উপর অযথা এমন ইমারত (বা স্তম্ভ) তৈরী করত যা উচ্চতায় একটি নিদর্শন হত। কিন্তু তাদের উদ্দেশ্য তাতে বাস করা নয় বরং শুধু খেল-তামাশা করা হত। হূদ (আঃ) তাদেরকে এই বলে নিষেধ করলেন যে, তোমরা এমন কাজ করছ, যাতে সময় ও সম্পদ উভয়ই নষ্ট হচ্ছে। আর তার পশ্চাতে উদ্দেশ্যও এমন, যাতে দ্বীন ও দুনিয়ার কোনই উপকার নেই। বরং তার বেকার ও অনর্থক হওয়াতে কোন সন্দেহ নেই।

Tafsir Abu Bakr Zakaria

‘তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে [১] স্তম্ভ নির্মাণ করছ নিরর্থক [২]?

[১] ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার মতে رِيعٍ উচ্চ স্থানকে বলা হয়। মুজাহিদ ও অনেক তাফসীরবিদের মতে رِيعٍ দুই পাহাড়ের মধ্যবর্তী পথকে বলা হয়। [কুরতুবী]

[২] ايَةً এর আসল অর্থ নিদর্শন। এস্থলে সুউচ্চ স্মৃতিসৌধ বোঝানো হয়েছে। تَعْثُونَ শব্দটি عبث থেকে উদ্ভূত। এর অর্থ অযথা বা যাতে কোন প্রকার উপকার নেই। এখানে অর্থ এই যে, তারা অযথা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করত, যার কোন প্রয়োজন ছিল না। এতে শুধু গৰ্ব করাই উদ্দেশ্য থাকত। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে বেহুদা স্তম্ভ নির্মাণ করছ’?

Muhiuddin Khan

তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?

Zohurul Hoque

''তোমরা কি প্রত্যেক পাহাড়ে অযথা স্তম্ভ নির্মাণ করছ,