কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১১৬
Qur'an Surah Ash-Shu'ara Verse 116
আশ-শো'আরা [২৬]: ১১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ يٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَۗ (الشعراء : ٢٦)
- qālū
- قَالُوا۟
- They said
- তারা বললো
- la-in
- لَئِن
- "If
- "অবশ্যই যদি
- lam
- لَّمْ
- not
- না
- tantahi
- تَنتَهِ
- you desist
- বিরত হও
- yānūḥu
- يَٰنُوحُ
- O Nuh!
- হে নূহ
- latakūnanna
- لَتَكُونَنَّ
- Surely you will be
- অবশ্যই তুমি হবেই
- mina
- مِنَ
- of
- অন্তর্ভুক্ত
- l-marjūmīna
- ٱلْمَرْجُومِينَ
- those who are stoned
- পাথরের আঘাতে নিহতদের
Transliteration:
Qaaloo la'il lam tantahi yaa Noohu latakoonanna minal marjoomeen(QS. aš-Šuʿarāʾ:116)
English Sahih International:
They said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned." (QS. Ash-Shu'ara, Ayah ১১৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলল- ‘হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।’ (আশ-শো'আরা, আয়াত ১১৬)
Tafsir Ahsanul Bayaan
ওরা বলল, ‘হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও, তবে তোমাকে অবশ্যই প্রস্তরাঘাতে নিহত করা হবে।’
Tafsir Abu Bakr Zakaria
তারা বলল, ‘হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই পাথরের আঘাতে নিহতদের মধ্যে শামিল হবে।’
Tafsir Bayaan Foundation
তারা বলল, ‘হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে’।
Muhiuddin Khan
তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
Zohurul Hoque
তারা বললে -- ''হে নূহ! তুমি যদি না থামো তাহলে তোমাকে অবশ্যই প্রস্তরাঘাতে-নিহতদের অন্তর্ভুক্ত করা হবে।’’