কুরআন মজীদ সূরা আল-ফুরকান আয়াত ৫৯
Qur'an Surah Al-Furqan Verse 59
আল-ফুরকান [২৫]: ৫৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۚ اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِيْرًا (الفرقان : ٢٥)
- alladhī
- ٱلَّذِى
- The One Who
- যিনি
- khalaqa
- خَلَقَ
- created
- সৃষ্টি করেছেন
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- আকাশমণ্ডলী
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- and the earth
- ও পৃথিবী
- wamā
- وَمَا
- and whatever
- এবং যা কিছু
- baynahumā
- بَيْنَهُمَا
- (is) between them
- উভয়ের মাঝে (আছে)
- fī
- فِى
- in
- মধ্যে
- sittati
- سِتَّةِ
- six
- ছয়
- ayyāmin
- أَيَّامٍ
- periods
- দিনে
- thumma
- ثُمَّ
- then
- এরপর
- is'tawā
- ٱسْتَوَىٰ
- He established Himself
- সমাসীন হন
- ʿalā
- عَلَى
- over
- উপর
- l-ʿarshi
- ٱلْعَرْشِۚ
- the Throne -
- আরশের
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- the Most Gracious
- অশেষ দয়াবান
- fasal
- فَسْـَٔلْ
- so ask
- সুতরাং জিজ্ঞেস করো
- bihi
- بِهِۦ
- Him
- সম্পর্কে তাঁর
- khabīran
- خَبِيرًا
- (as He is) All-Aware
- (তাদের হ'তে) যারা অবহিত
Transliteration:
Allazee khalaqas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati aiyaamin summmmastawaa 'alal 'Arsh; ar Rahmaanu fas'al bihee khabeeraa(QS. al-Furq̈ān:59)
English Sahih International:
He who created the heavens and the earth and what is between them in six days and then established Himself above the Throne – the Most Merciful, so ask about Him one well informed [i.e., the Prophet]. (QS. Al-Furqan, Ayah ৫৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তিনি আসমান, যমীন আর এ দু’য়ের ভিতরে যা আছে তা ছ’দিনে (ছ’টি সময় স্তরে) সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। তিনিই রাহমান, কাজেই তাঁর সম্পর্কে তাকে জিজ্ঞেস কর যে এ সম্পর্কিত জ্ঞান রাখে। (আল-ফুরকান, আয়াত ৫৯)
Tafsir Ahsanul Bayaan
তিনি আকাশমন্ডলী, পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন; অতঃপর তিনি আরশে আরোহণ করেন। তিনিই দয়াময়, তাঁর সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞাসা করে দেখ।
Tafsir Abu Bakr Zakaria
তিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেন; তারপর তিনি ‘আরশের উপর উঠলেন। তিনিই ‘রাহমান’, সুতরাং তাঁর সম্বন্ধে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন।
Tafsir Bayaan Foundation
যিনি আসমান, যমীন ও উভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে উঠেছেন। পরম করুণাময়। সুতরাং তাঁর সম্পর্কে যিনি সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা কর।
Muhiuddin Khan
তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু ছয়দিনে সৃস্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তাঁর সম্পর্কে যিনি অবগত, তাকে জিজ্ঞেস কর।
Zohurul Hoque
যিনি সৃষ্টি করেছেন মহাকাশমন্ডলী ও পৃথিবী এবং এ দুইয়ের মধ্যের সবকিছুকে ছয় দিনে, তারপর তিনি অধিষ্ঠিত হলেন আরশের উপরে, -- তিনি পরম করুণাময়, অতএব তাঁর সন্বন্ধে জিজ্ঞাসা কর কোনো ওয়াকিফহালকে।