Skip to content

কুরআন মজীদ সূরা আল-ফুরকান আয়াত ২৬

Qur'an Surah Al-Furqan Verse 26

আল-ফুরকান [২৫]: ২৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلْمُلْكُ يَوْمَىِٕذِ ِۨالْحَقُّ لِلرَّحْمٰنِۗ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا (الفرقان : ٢٥)

al-mul'ku
ٱلْمُلْكُ
The Sovereignty
কর্তৃত্ব (হবে)
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
সেদিন
l-ḥaqu
ٱلْحَقُّ
(will be) truly
প্রকৃত (কর্তৃত্ব)
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِۚ
for the Most Gracious
জন্যে দয়াময়ের
wakāna
وَكَانَ
And (it will) be
আর হবে
yawman
يَوْمًا
a Day
সেদিন
ʿalā
عَلَى
for
জন্যে
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
কাফিরদের
ʿasīran
عَسِيرًا
difficult
কঠিন

Transliteration:

Almulku Yawma'izinil haqqu lir Rahmaan; wa kaana Yawman'alal kaafireena 'aseeraa (QS. al-Furq̈ān:26)

English Sahih International:

True sovereignty, that Day, is for the Most Merciful. And it will be upon the disbelievers a difficult Day. (QS. Al-Furqan, Ayah ২৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেদিন সত্যিকারের কর্তৃত্ব হবে দয়াময় (আল্লাহ)’র এবং কাফিরদের জন্য দিনটি হবে কঠিন। (আল-ফুরকান, আয়াত ২৬)

Tafsir Ahsanul Bayaan

সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে পরম দয়াময়ের এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে বড় কঠিন।

Tafsir Abu Bakr Zakaria

সে দিন চুড়ান্ত কর্তৃত্ব হবে দয়াময়ের [১] এবং কাফেরদের জন্য সে দিন হবে অত্যন্ত কঠিন।

[১] অর্থাৎ সেখানে কেবলমাত্র একটি রাজত্বই বাকি থাকবে এবং তা হবে এ বিশ্ব-জাহানের যথার্থ শাসনকর্তা আল্লাহ্‌র রাজত্ব। [আদওয়াউল বায়ান] অন্যত্র বলা হয়েছেঃ “সেদিন যখন এরা সবাই প্রকাশ হয়ে যাবে, আল্লাহ্‌র কাছে এদের কোন জিনিস গোপন থাকবে না, জিজ্ঞেস করা হবে আজ রাজত্ব কার? সবদিক থেকে জবাব আসবে, একমাত্র আল্লাহ্‌র যিনি সবার উপর বিজয়ী।” [সূরা গাফিরঃ ১৬] হাদীসে এ বিষয়বস্তুকে আরো বেশী স্পষ্ট করে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্‌ এক হাতে পৃথিবীগুলো ও অন্য হাতে আকাশসমূহ গুটিয়ে নিয়ে বলবেনঃ “আমিই বাদশাহ, আমিই শাসনকর্তা। এখন সেই পৃথিবীর বাদশাহরা কোথায়? কোথায় স্বৈরাচারী একনায়কের দল? অহংকারী ক্ষমতাদর্পীরা?’’ [বুখারীঃ ৭৪১২, মুসলিমঃ ২৭৮৮]

Tafsir Bayaan Foundation

সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের। আর সে দিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন।

Muhiuddin Khan

সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন।

Zohurul Hoque

সার্বভৌমত্ব সেইদিন সত্যি-সত্যি পরম করুণাময়ের। আর অবিশ্বাসীদের জন্য সেই দিনটি হবে বড় কঠিন!