Skip to content

কুরআন মজীদ সূরা আল-ফুরকান আয়াত ২৪

Qur'an Surah Al-Furqan Verse 24

আল-ফুরকান [২৫]: ২৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَصْحٰبُ الْجَنَّةِ يَوْمَىِٕذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِيْلًا (الفرقان : ٢٥)

aṣḥābu
أَصْحَٰبُ
(The) companions
অধিবাসীদের (জন্যে)
l-janati
ٱلْجَنَّةِ
(of) Paradise
জান্নাতের
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
সেদিন
khayrun
خَيْرٌ
(will be in) a better
উত্তম
mus'taqarran
مُّسْتَقَرًّا
abode
বাসস্থান (থাকবে)
wa-aḥsanu
وَأَحْسَنُ
and a better
ও উৎকৃষ্ট
maqīlan
مَقِيلًا
resting-place
(দুপুরের) বিশ্রামস্থল

Transliteration:

As haabul jannati yawma'izin khairum mustaqar ranw wa ahsanu maqeela (QS. al-Furq̈ān:24)

English Sahih International:

The companions of Paradise, that Day, are [in] a better settlement and better resting place. (QS. Al-Furqan, Ayah ২৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেদিন জান্নাতবাসীরা স্থায়ী বাসস্থান হিসেবে উত্তম আর বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে। (আল-ফুরকান, আয়াত ২৪)

Tafsir Ahsanul Bayaan

সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। [১]

[১] কেউ কেউ এখান হতে দলীল গ্রহণ করেছেন যে, মু'মিনদের জন্য কিয়ামতের সেই ভীষণ দিন এত সংক্ষিপ্ত ও তাদের হিসাব এত সহজ হবে যে, অল্প সময়ের মধ্যে তারা হিসাব থেকে অবসর পেয়ে যাবে। যেমন হাদীসে এসেছে যে, মু'মিনদের জন্য এ দিন এত সংক্ষিপ্ত হবে, যেমন পৃথিবীতে যোহর থেকে আসর পর্যন্ত সময়। (সহীহুল জামে' ৮১৯৩নং)

Tafsir Abu Bakr Zakaria

সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম [১]।

[১] مستقر শব্দের অর্থ হলো স্বতন্ত্র আবাসস্থল। مقيل শব্দটি قيلولة থেকে উদ্ভুত- এর অর্থ দুপুরে বিশ্রাম করার স্থান। অর্থাৎ হাশরের ময়দানে জান্নাতের হকদার লোকদের সাথে অপরাধীদের থেকে ভিন্নতর ব্যবহার করা হবে। তাদের সম্মানের সাথে বসানো হবে। হাশরের দিনের কঠিন দুপুর কাটাবার জন্য তাদের আরাম করার জায়গা দেয়া হবে। সেদিনের সব রকমের কষ্ট ও কঠোরতা হবে অপরাধীদের জন্য। সৎকর্মশীলদের জন্য নয়। [দেখুন-আদওয়াউল বায়ান, বাগভী]

Tafsir Bayaan Foundation

সেদিন জান্নাতবাসীরা বাসস্থান হিসেবে উত্তম এবং বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে।

Muhiuddin Khan

সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে মনোরম।

Zohurul Hoque

স্বর্গোদ্যানের বাসিন্দারা সেদিন পাবে উৎকৃষ্ট বাসস্থান ও সুন্দরতর বিশ্রামস্থল।