Skip to content

কুরআন মজীদ সূরা আন-নূর আয়াত ৫৬

Qur'an Surah An-Nur Verse 56

আন-নূর [২৪]: ৫৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ (النور : ٢٤)

wa-aqīmū
وَأَقِيمُوا۟
And establish
এবং তোমরা প্রতিষ্ঠা করো
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
সালাত
waātū
وَءَاتُوا۟
and give
আর দাও
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
যাকাত
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
and obey
ও আনুগত্য করো
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
রাসূলের
laʿallakum
لَعَلَّكُمْ
so that you may
যাতে তোমরা
tur'ḥamūna
تُرْحَمُونَ
receive mercy
তোমরা অনুগ্রহভাজন হবে

Transliteration:

Wa aqeemus Salaata wa aatuz Zakaata wa atee'ur Rasoola la'allakum turhamoon (QS. an-Nūr:56)

English Sahih International:

And establish prayer and give Zakah and obey the Messenger – that you may receive mercy. (QS. An-Nur, Ayah ৫৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা (নিয়মিত) নামায প্রতিষ্ঠা কর, যাকাত প্রদান কর ও রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। (আন-নূর, আয়াত ৫৬)

Tafsir Ahsanul Bayaan

তোমরা যথাযথভাবে নামায পড়, যাকাত দাও এবং রসূলের আনুগত্য কর; যাতে তোমরা করুণাভাজন হতে পার। [১]

[১] যেন মুসলিমদেরকে এ কথার তাকীদ করা হয়েছে যে, আল্লাহর রহমত ও মদদ পাওয়ার রাস্তা সেটিই, যে রাস্তায় চলে সাহাবায়ে কিরামগণ রহমত ও মদদপ্রাপ্ত হয়েছিলেন।

Tafsir Abu Bakr Zakaria

আর তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও ও রাসূলের আনুগত্য কর, যাতে তোমাদের উপর রহমত করা যায়।

Tafsir Bayaan Foundation

আর তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পার।

Muhiuddin Khan

নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।

Zohurul Hoque

আর তোমরা নামায কায়েম কর ও যাকাত আদায় কর আর রসূলের আজ্ঞাপালন কর, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়।