কুরআন মজীদ সূরা আন-নূর আয়াত ৩৪
Qur'an Surah An-Nur Verse 34
আন-নূর [২৪]: ৩৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَلَقَدْ اَنْزَلْنَآ اِلَيْكُمْ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِيْنَ ࣖ (النور : ٢٤)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- আর নিশ্চয়ই
- anzalnā
- أَنزَلْنَآ
- We have sent down
- আমরা অবতীর্ণ করেছি
- ilaykum
- إِلَيْكُمْ
- to you
- নিকট তোমাদের
- āyātin
- ءَايَٰتٍ
- Verses
- আয়াতসমূহ
- mubayyinātin
- مُّبَيِّنَٰتٍ
- clear
- সুস্পষ্ট
- wamathalan
- وَمَثَلًا
- and an example
- ও দৃষ্টান্ত
- mina
- مِّنَ
- of
- হ'তে
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- (তাদের) যারা
- khalaw
- خَلَوْا۟
- passed away
- অতীত হয়েছে
- min
- مِن
- before you
- থেকে
- qablikum
- قَبْلِكُمْ
- before you
- তোমাদের পূর্ব
- wamawʿiẓatan
- وَمَوْعِظَةً
- and an admonition
- ও উপদেশ
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- for those who fear (Allah)
- মুত্তাকীদের জন্যে
Transliteration:
Wa laqad anzalnaaa ilaikum Aayaatim mubaiyinaatinw wa masalam minnal lazeena khalaw min qablikum wa maw'izatal lilmuttaqeen(QS. an-Nūr:34)
English Sahih International:
And We have certainly sent down to you distinct verses and examples from those who passed on before you and an admonition for those who fear Allah. (QS. An-Nur, Ayah ৩৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত আর তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য দিয়েছি উপদেশ। (আন-নূর, আয়াত ৩৪)
Tafsir Ahsanul Bayaan
আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট বাক্য, তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং সাবধানীদের জন্য উপদেশ ।
Tafsir Abu Bakr Zakaria
আর অবশ্যই আমরা তোমাদের কাছে নাযিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের থেকে দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ।
Tafsir Bayaan Foundation
আর নিশ্চয় আমি তোমাদের কাছে নাযিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ।
Muhiuddin Khan
আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্যে দিয়েছি উপদেশ।
Zohurul Hoque
আর আমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশাবলী অবতারণ করেছি, আর তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের উদাহরণ, আর ধর্মভীরুদের জন্য দিয়েছি উপদেশ।