কুরআন মজীদ সূরা আন-নূর আয়াত ১৭
Qur'an Surah An-Nur Verse 17
আন-নূর [২৪]: ১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖٓ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ۚ (النور : ٢٤)
- yaʿiẓukumu
- يَعِظُكُمُ
- Allah warns you
- তোমাদের উপদেশ করেন
- l-lahu
- ٱللَّهُ
- Allah warns you
- আল্লাহ
- an
- أَن
- that
- যে (না)
- taʿūdū
- تَعُودُوا۟
- you return
- পুনরাবৃত্তি করো
- limith'lihi
- لِمِثْلِهِۦٓ
- (to the) like of it
- অনুরূপ তার
- abadan
- أَبَدًا
- ever
- কখনও
- in
- إِن
- if
- যদি
- kuntum
- كُنتُم
- you are
- তোমরা হয়ে থাকো
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- believers
- মু'মিন
Transliteration:
Ya'izukumul laahu an ta'oodoo limisliheee abadan in kuntum mu'mineen(QS. an-Nūr:17)
English Sahih International:
Allah warns you against returning to the likes of this [conduct], ever, if you should be believers. (QS. An-Nur, Ayah ১৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা আর কখনো এর (অর্থাৎ এ আচরণের) পুনরাবৃত্তি করো না যদি তোমরা মু’মিন হয়ে থাক। (আন-নূর, আয়াত ১৭)
Tafsir Ahsanul Bayaan
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি বিশ্বাসী হও, তাহলে কখনও এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না।
Tafsir Abu Bakr Zakaria
আল্লাহ্ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, ‘তোমরা যদি মুমিন হও তবে কখনো যাতে অনুরূপ আচরণের পুনরাবৃত্তি না করো [১]।’
[১] এখানে আল্লাহ্ তা‘আলা মুমিনদেরকে যে কোন খারাপ সংবাদ, অপবাদ তাদের কাছে বর্ণনা করা হলে তার সাথে কি আচরণ করতে হবে সে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। তাদেরকে এ সমস্ত অপবাদ মুখে উচ্চারণ করা থেকে নিষেধ করেছেন। কেননা, মানুষের প্রতিটি কথারই হিসাব দিতে হবে। পক্ষান্তরে যদি কোন কিছু মনে উদ্রেক হয় কিন্তু মুখে উচ্চারণ না করে, তবে তাতে গোনাহ লেখা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ‘আল্লাহ্ তা‘আলা আমার উম্মতের মনে যা উদিত হয় তা যতক্ষণ পর্যন্ত মুখে না বলে ততক্ষণের জন্য তা ক্ষমা করে দিয়েছেন।’ [বুখারীঃ ৫২৬৯, মুসলিমঃ ১২৭]
Tafsir Bayaan Foundation
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে, যদি তোমরা মুমিন হও, তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না।
Muhiuddin Khan
আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি ঈমানদার হও, তবে তখনও পুনরায় এ ধরণের আচরণের পুনরাবৃত্তি করো না।
Zohurul Hoque
আল্লাহ্ তোমাদের উপদেশ দিচ্ছেন যে তোমরা এর মতো আচরণে কখনও ফিরে যাবে না, যদি তোমরা মুমিন হও।