Skip to content

কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ৯

Qur'an Surah Al-Mu'minun Verse 9

আল মু'মিনূন [২৩]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ ۘ (المؤمنون : ٢٣)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
এবং যারা (বৈশিষ্ট্য হলো যে)
hum
هُمْ
[they]
তারা
ʿalā
عَلَىٰ
over
ক্ষেত্রে
ṣalawātihim
صَلَوَٰتِهِمْ
their prayers
তাদের সালাতসমুহের
yuḥāfiẓūna
يُحَافِظُونَ
they guard
তারা যত্ন করে

Transliteration:

Wallazeena hum 'alaa Salawaatihim yuhaafizoon (QS. al-Muʾminūn:9)

English Sahih International:

And they who carefully maintain their prayers . (QS. Al-Mu'minun, Ayah ৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর যারা নিজেদের নামাযের ব্যাপারে যত্নবান। (আল মু'মিনূন, আয়াত ৯)

Tafsir Ahsanul Bayaan

আর যারা নিজেদের নামাযে যত্নবান থাকে। [১]

[১] পরিশেষে আবার নামাযে যত্নবান হওয়া সফলতার জন্য জরুরী বলা হয়েছে। যাতে নামাযের গুরুত্ব ও মর্যাদা স্পষ্ট হয়ে যায়। কিন্তু বড় দুঃখের বিষয় যে, আজকাল মুসলিমদের নিকট অন্যান্য নেক আমলের মত নামাযেরও কোন গুরুত্ব নেই। সুতরাং ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রা-জিঊন!

Tafsir Abu Bakr Zakaria

আর যারা নিজেদের সালাতে থাকে যত্নবান [১]

[১] পূর্ণ মুমিনের সপ্তম গুণ হচ্ছে, সালাতে যত্নবান হওয়া। উপরের খুশূ‘র আলোচনায় সালাত শব্দ এক বচনে বলা হয়েছিল আর এখানে বহুবচনে “সালাতসমূহ’’ বলা হয়েছে। উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, সেখানে লক্ষ্য ছিল মূল সালাত আর এখানে পৃথক পৃথকভাবে প্রতিটি ওয়াক্তের সালাত সম্পর্কে বক্তব্য দেয়া হয়েছে। “সালাতগুলোর সংরক্ষণ” এর অর্থ হচ্ছেঃ সে সালাতের সময়, সালাতের নিয়ম-কানুন, আরকান ও আহকাম, প্রথম ওয়াক্ত, রুকু সিজদা, মোটকথা সালাতের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি জিনিসের প্রতি পুরোপুরি নজর রাখে। [দেখুন, কুরতুবী; ইবন কাসীর] এ গুণগুলোর শুরু হয়েছিল সালাত দিয়ে আর শেষও হয়েছে সালাত দিয়ে। এর দ্বারা বোঝা যায় যে, সালাত শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট ইবাদাত। হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা দৃঢ়তা অবলম্বন কর, তবে তোমরা কখনও পুরোপুরি দৃঢ়পদ থাকতে পারবে না। জেনে রাখা যে, তোমাদের সর্বোত্তম আমল হচ্ছে সালাত। আর মুমিনই কেবল ওযুর ব্যাপারে যত্নবান হয়।” [ইবন মাজাহঃ ২৭৭]

Tafsir Bayaan Foundation

আর যারা নিজদের সালাতসমূহ হিফাযত করে।

Muhiuddin Khan

এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।

Zohurul Hoque

আর যারা নিজেরা তাদের নামায সন্বন্ধে সদা-যত্নবান।