Skip to content

কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ২৮

Qur'an Surah Al-Mu'minun Verse 28

আল মু'মিনূন [২৩]: ২৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ نَجّٰىنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ (المؤمنون : ٢٣)

fa-idhā
فَإِذَا
And when
অতঃপর যখন
is'tawayta
ٱسْتَوَيْتَ
you (have) boarded
তুমি স্হির হবে
anta
أَنتَ
you
তুমি
waman
وَمَن
and whoever
ও যারা
maʿaka
مَّعَكَ
(is) with you
তোমার সাথে
ʿalā
عَلَى
[on]
উপর
l-ful'ki
ٱلْفُلْكِ
the ship
নৌকার
faquli
فَقُلِ
then say
তখন বলো
l-ḥamdu
ٱلْحَمْدُ
"Praise
"সব প্রশংসা
lillahi
لِلَّهِ
(be) to Allah
জন্যে আল্লাহরই
alladhī
ٱلَّذِى
Who
যিনি
najjānā
نَجَّىٰنَا
(has) saved us
আমাদেরকে উদ্ধার করেছেন
mina
مِنَ
from
হ'তে
l-qawmi
ٱلْقَوْمِ
the people -
জাতি
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers'"
সীমালঙ্ঘনকারী"

Transliteration:

Fa izas tawaita ata wa mam ma'aka 'alal fulki faqulil hamdu lillaahil lazee najjaanaa minal qawmiz zalimeen (QS. al-Muʾminūn:28)

English Sahih International:

And when you have boarded the ship, you and those with you, then say, 'Praise to Allah who has saved us from the wrongdoing people.' (QS. Al-Mu'minun, Ayah ২৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন তুমি নৌযানে উঠে যাবে, তুমি আর তোমার সঙ্গীরা- তখন বলবে ; ‘সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে যালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন।’ (আল মু'মিনূন, আয়াত ২৮)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আরোহণ করবে, তখন বলো, ‘সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন যালেম সম্প্রদায় হতে।’

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর যখন আপনি ও আপনার সঙ্গীরা নৌযানের উপরে স্থির হবেন তখন বলুন, ‘সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন যালেম সম্প্রদায় থেকে।’

Tafsir Bayaan Foundation

অতঃপর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আরোহণ করবে তখন বলবে, ‘সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যালিম কওম থেকে মুক্তি দিয়েছেন’।

Muhiuddin Khan

যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলঃ আল্লাহর শোকর, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন।

Zohurul Hoque

''আর যখন তুমি জাহাজে আরোহণ করবে, তুমি ও যারা তোমার সাথে রয়েছে তারা তখন বলো -- 'সকল প্রশংসা আল্লাহ্‌র যিনি আমাদের উদ্ধার করেছেন অত্যাচারী জাতির থেকে।’