Skip to content

কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ১১৫

Qur'an Surah Al-Mu'minun Verse 115

আল মু'মিনূন [২৩]: ১১৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ (المؤمنون : ٢٣)

afaḥasib'tum
أَفَحَسِبْتُمْ
Then did you think
কি তবে তোমরা মনে করেছিলে
annamā
أَنَّمَا
that
যে প্রকৃতপক্ষে
khalaqnākum
خَلَقْنَٰكُمْ
We created you
তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
ʿabathan
عَبَثًا
uselessly
অনর্থক
wa-annakum
وَأَنَّكُمْ
and that you
আর (এও বুঝেছিলে) যে তোমরা
ilaynā
إِلَيْنَا
to Us
আমাদের কাছে
لَا
not
না
tur'jaʿūna
تُرْجَعُونَ
will be returned?"
তোমরা প্রত্যাবর্তিত হবে"

Transliteration:

Afahsibtum annamaa khalaqnaakum 'abasanw wa annakum ilainaa laa turja'oon (QS. al-Muʾminūn:115)

English Sahih International:

Then did you think that We created you uselessly and that to Us you would not be returned?" (QS. Al-Mu'minun, Ayah ১১৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা কি ভেবেছিলে যে, আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? (আল মু'মিনূন, আয়াত ১১৫)

Tafsir Ahsanul Bayaan

তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?

Tafsir Abu Bakr Zakaria

‘তোমরা কি মনে করেছিলে যে, আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না?’

Tafsir Bayaan Foundation

‘তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না’?

Muhiuddin Khan

তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?

Zohurul Hoque

''তোমরা কি তবে মনে করেছিলে যে আমরা তোমাদের অনর্থক সৃষ্টি করেছি, এবং আমাদের কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে না?’’