কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ১১৩
Qur'an Surah Al-Mu'minun Verse 113
আল মু'মিনূন [২৩]: ১১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ فَسْـَٔلِ الْعَاۤدِّيْنَ (المؤمنون : ٢٣)
- qālū
- قَالُوا۟
- They will say
- তারা বলবে
- labith'nā
- لَبِثْنَا
- "We remained
- "আমরা অবস্থান করেছিলাম
- yawman
- يَوْمًا
- a day
- একদিন
- aw
- أَوْ
- or
- অথবা
- baʿḍa
- بَعْضَ
- a part
- কিছু অংশ
- yawmin
- يَوْمٍ
- (of) a day;
- দিনের
- fasali
- فَسْـَٔلِ
- but ask
- তবে জিজ্ঞেস করুন
- l-ʿādīna
- ٱلْعَآدِّينَ
- those who keep count"
- গণনাকারীদেরকে"
Transliteration:
Qaaloo labisnaa yawman aw ba'da yawmin fas'alil 'aaaddeen(QS. al-Muʾminūn:113)
English Sahih International:
They will say, "We remained a day or part of a day; ask those who enumerate." (QS. Al-Mu'minun, Ayah ১১৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলবে ; ‘আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব তুমি গণনাকারীদের জিজ্ঞেস কর।’ (আল মু'মিনূন, আয়াত ১১৩)
Tafsir Ahsanul Bayaan
তারা বলবে, ‘আমরা অবস্থান করেছিলাম এক দিন অথবা একদিনের কিছু অংশ, তুমি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞেস করে দেখ।’ [১]
[১] 'গণনাকারী'র অর্থঃ ফিরিশতাগণ, যাঁরা মানুষের কর্ম ও আয়ু লেখার কাজে নিযুক্ত আছেন। অথবা উদ্দেশ্য সেই সকল মানুষও হতে পারে, যাদের হিসাব-নিকাশে দক্ষতা আছে। কিয়ামতের ভয়াবহতা তাদের মস্তিষ্ক হতে পৃথিবীতে বসবাস ও অবস্থানের কথা বিস্মৃত করে ফেলবে এবং পার্থিব জীবন এমন মনে হবে যেমন একদিন বা অর্ধেক দিন। সেই জন্য তারা বলবে, আমরা পৃথিবীতে একদিন বা তা হতে অল্প কিছু সময় ছিলাম। তুমি অবশ্যই ফিরিশতাদেরকে কিম্বা হিসাবকারীদেরকে জিজ্ঞাসা করে নাও।
Tafsir Abu Bakr Zakaria
তারা বলবে, ‘আমরা অবস্থান করেছিলাম একদিন বা দিনের কিছু অংশ; সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।’
Tafsir Bayaan Foundation
তারা বলবে, ‘আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি; সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন।’
Muhiuddin Khan
তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।
Zohurul Hoque
তারা বলবে -- ''আমরা অবস্থান করেছিলাম একটি দিন বা দিনের কিছু অংশ, আপনি না হয় জিজ্ঞাসা করুন গণনাকারীদের।’’