Skip to content

কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ১১২

Qur'an Surah Al-Mu'minun Verse 112

আল মু'মিনূন [২৩]: ১১২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قٰلَ كَمْ لَبِثْتُمْ فِى الْاَرْضِ عَدَدَ سِنِيْنَ (المؤمنون : ٢٣)

qāla
قَٰلَ
He will say
(আল্লাহ) বলবেন
kam
كَمْ
"How long
"কত (কাল)
labith'tum
لَبِثْتُمْ
did you remain
তোমরা অবস্থান করেছিলে
فِى
in
মধ্যে
l-arḍi
ٱلْأَرْضِ
the earth
পৃথিবীর
ʿadada
عَدَدَ
(in) number
হিসেবে
sinīna
سِنِينَ
(of) years?"
বছরের"

Transliteration:

Qaala kam labistum fil ardi 'adada sineen (QS. al-Muʾminūn:112)

English Sahih International:

[Allah] will say, "How long did you remain on earth in number of years?" (QS. Al-Mu'minun, Ayah ১১২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আল্লাহ বলবেন ; ‘পৃথিবীতে কয় বছর তোমরা অবস্থান করেছিলে?’ (আল মু'মিনূন, আয়াত ১১২)

Tafsir Ahsanul Bayaan

তিনি বলবেন, ‘তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে?’

Tafsir Abu Bakr Zakaria

আল্লাহ্‌ বলবেন, ‘তোমরা যমীনে কত বছর অবস্থান করেছিলে?’

Tafsir Bayaan Foundation

আল্লাহ বলবেন, ‘বছরের হিসাবে তোমরা যমীনে কত সময় অবস্থান করেছিলে?’

Muhiuddin Khan

আল্লাহ বলবেনঃ তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায়?

Zohurul Hoque

তিনি বলবেন -- ''তোমরা পৃথিবীতে বছর গুনতিতে কতকাল অবস্থান করেছিলে?’’