কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ১০
Qur'an Surah Al-Mu'minun Verse 10
আল মু'মিনূন [২৩]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اُولٰۤىِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- ঐসবলোক
- humu
- هُمُ
- [they]
- তারাই
- l-wārithūna
- ٱلْوَٰرِثُونَ
- (are) the inheritors
- (সেই) উত্তরাধিকারী
Transliteration:
Ulaaa'ika humul waarisoon(QS. al-Muʾminūn:10)
English Sahih International:
Those are the inheritors. (QS. Al-Mu'minun, Ayah ১০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারাই হল উত্তরাধিকারী। (আল মু'মিনূন, আয়াত ১০)
Tafsir Ahsanul Bayaan
তারাই হবে উত্তরাধিকারী।
Tafsir Abu Bakr Zakaria
তারাই হবে অধিকারী---
Tafsir Bayaan Foundation
তারাই হবে ওয়ারিস।
Muhiuddin Khan
তারাই উত্তরাধিকার লাভ করবে।
Zohurul Hoque
তারা নিজেরাই হবে পরম সেভাগ্যের অধিকারী, --