Skip to content

কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ১

Qur'an Surah Al-Mu'minun Verse 1

আল মু'মিনূন [২৩]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

qad
قَدْ
Indeed
নিশ্চয়ই
aflaḥa
أَفْلَحَ
successful
সফল হয়েছে
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
(are) the believers
মু'মিনরা

Transliteration:

Qad aflahal mu'minoon (QS. al-Muʾminūn:1)

English Sahih International:

Certainly will the believers have succeeded. (QS. Al-Mu'minun, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মু’মিনরা সফলকাম হয়ে গেছে। (আল মু'মিনূন, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে। [১]

[১] فَلاح শব্দের আভিধানিক অর্থ হল চিরা, বিদীর্ণ করা, কাটা। চাষীকে فَلاَّح বলা হয়, যেহেতু সেও মাটি চিরে ওর মধ্যে বীজ বপন করে থাকে। مُفلِح (সফলকাম)ও সে হয়, যে অনেক কষ্ট ও সংকটের বুক চিরে নিজ লক্ষ্যে পৌঁছতে পারে। অথবা তার জন্য সাফল্যের পথ খুলে যায়; তার জন্য সে পথ বন্ধ হয় না। শরীয়তের দৃষ্টিতে সফলকাম সেই ব্যক্তি, যে ধূলির ধরায় বাস করে নিজ প্রভুকে সন্তুষ্ট করে নেয় এবং তার বিনিময়ে আখেরাতে আল্লাহর রহমত ও ক্ষমার অধিকারী বিবেচিত হয়। আর সেই সাথে যদি পার্থিব সুখ-শান্তি লাভ হয়, তাহলে তো সোনায় সোহাগা। তবে সত্যিকার সফলতা পরকালের সফলতা; যদিও দুনিয়ার মানুষ এর বিপরীত দুনিয়ার আরাম-আয়েশ ও সুখ-সম্পদকে আসল সফলতা মনে করে। আয়াতে সেই সব মু'মিনদেরকে সফলতার সুসংবাদ শোনানো হয়েছে, যাঁদের মধ্যে উক্ত গুণাবলী বিদ্যমান আছে।

Tafsir Abu Bakr Zakaria

অবশ্যই সফলকাম হয়েছে [১] মুমিনগণ,

[১] সূরাটি মক্কায় নাযিল হয়েছে। আয়াত সংখ্যাঃ ১১৮ । এর প্রথম আয়াতের المؤمنون শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে । এ সূরায় মুমিনদের গুনাবলী বিশেষভাবে বর্ণিত হয়েছে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম কখনও কখনও এ সূরাটি ফজরের সালাতে পড়তেন। [দেখুন, মুসলিমঃ ৪৫৫]

[১] فلاح শব্দটি কুরআন ও হাদীসে বহুল পরিমাণে ব্যবহৃত হয়েছে। এর অর্থ সাফল্য, [সা‘দী] أفلح শব্দটির অর্থ, উদ্দেশ্য হাসিল হওয়া, অপছন্দ বিষয়াদি থেকে মুক্তি পাওয়া, কারও কারও নিকটঃ সর্বদা কল্যাণে থাকা [ফাতহুল কাদীর] আয়াতের অর্থ মুমিনরা অবশ্যই সফলতা অর্জন করেছে। অথবা মুমিনরা সফলতা অর্জন করেছে এবং সফলতার উপরই আছে। [ফাতহুল কাদীর] তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করেছে। [আদওয়াউল বায়ান] ইবন আব্বাস থেকে বর্ণিত, আয়াতের অর্থ হচ্ছে, যারা তাওহীদের সত্যতায় বিশ্বাসী হয়েছে এবং জান্নাতে প্ৰবেশ করেছে তারা সৌভাগ্যবান হয়েছে। [বাগভী]

Tafsir Bayaan Foundation

অবশ্যই মুমিনগণ সফল হয়েছে,

Muhiuddin Khan

মুমিনগণ সফলকাম হয়ে গেছে,

Zohurul Hoque

মুমিনরা অবশ্য সাফল্যলাভ করেই চলছে, --