কুরআন মজীদ সূরা হাজ্জ্ব আয়াত ৪৩
Qur'an Surah Al-Hajj Verse 43
হাজ্জ্ব [২২]: ৪৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَقَوْمُ اِبْرٰهِيْمَ وَقَوْمُ لُوْطٍ ۙ (الحج : ٢٢)
- waqawmu
- وَقَوْمُ
- And (the) people
- এবং জাতি
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- (of) Ibrahim
- ইব্রাহীমের
- waqawmu
- وَقَوْمُ
- and (the) people
- ও জাতি
- lūṭin
- لُوطٍ
- (of) Lut
- লূতের
Transliteration:
Wa qawmu Ibraaheema wa qawmu Loot(QS. al-Ḥajj:43)
English Sahih International:
And the people of Abraham and the people of Lot. (QS. Al-Hajj, Ayah ৪৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর ইবরাহীমের সম্প্রদায় ও লূতের সম্প্রদায়ও (অস্বীকার করেছিল)। (হাজ্জ্ব, আয়াত ৪৩)
Tafsir Ahsanul Bayaan
এবং ইব্রাহীম ও লূতের সম্প্রদায়ও।
Tafsir Abu Bakr Zakaria
এবং ইবরাহীম ও লূতের সম্প্রদায়,
Tafsir Bayaan Foundation
আর ইবরাহীমের কওম ও লূতের কওম।
Muhiuddin Khan
ইব্রাহীম ও লূতের সম্প্রদায়ও।
Zohurul Hoque
আর ইব্রাহীমের সম্প্রদায় এবং লূতের সম্প্রদায়,