কুরআন মজীদ সূরা হাজ্জ্ব আয়াত ২০
Qur'an Surah Al-Hajj Verse 20
হাজ্জ্ব [২২]: ২০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يُصْهَرُ بِهٖ مَا فِيْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۗ (الحج : ٢٢)
- yuṣ'haru
- يُصْهَرُ
- Will be melted
- গলে যায়
- bihi
- بِهِۦ
- with it
- দিয়ে তা
- mā
- مَا
- what
- যা কিছু
- fī
- فِى
- (is) in
- মধ্যে (আছে)
- buṭūnihim
- بُطُونِهِمْ
- their bellies
- তাদের পেটসমূহের
- wal-julūdu
- وَٱلْجُلُودُ
- and the skins
- ও চামড়াগুলো
Transliteration:
Yusharu bihee maa fee butoonihim waljulood(QS. al-Ḥajj:20)
English Sahih International:
By which is melted that within their bellies and [their] skins. (QS. Al-Hajj, Ayah ২০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যা দিয়ে তাদের পেটে যা আছে তা ও তাদের চামড়া গলিয়ে দেয়া হবে। (হাজ্জ্ব, আয়াত ২০)
Tafsir Ahsanul Bayaan
যার ফলে তাদের উদরে যা আছে তা এবং তাদের চর্ম বিগলিত করা হবে।
Tafsir Abu Bakr Zakaria
যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে।
Tafsir Bayaan Foundation
যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে।
Muhiuddin Khan
ফলে তাদের পেটে যা আছে, তা এবং চর্ম গলে বের হয়ে যাবে।
Zohurul Hoque
এর দ্বারা গলে যাবে যা কিছু আছে তাদের পেটের ভেতরে আর চামড়াটাও।