Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৯৩

Qur'an Surah Al-Anbya Verse 93

আম্বিয়া [২১]: ৯৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَتَقَطَّعُوْٓا اَمْرَهُمْ بَيْنَهُمْۗ كُلٌّ اِلَيْنَا رَاجِعُوْنَ ࣖ (الأنبياء : ٢١)

wataqaṭṭaʿū
وَتَقَطَّعُوٓا۟
But they cut off
কিন্তু তারা টুকরা টুকরা করে ফেললো
amrahum
أَمْرَهُم
their affair
তাদের কার্যকলাপ (দ্বীন)
baynahum
بَيْنَهُمْۖ
among themselves
তাদের মাঝে
kullun
كُلٌّ
all
প্রত্যেককে
ilaynā
إِلَيْنَا
to Us
আমাদের দিকেই
rājiʿūna
رَٰجِعُونَ
(will) return
প্রত্যাবর্তনকারী

Transliteration:

Wa taqatta'ooo amrahum bainahum kullun ilainaaa raaji'oon (QS. al-ʾAnbiyāʾ:93)

English Sahih International:

And [yet] they divided their affair [i.e., that of their religion] among themselves, [but] all to Us will return. (QS. Al-Anbya, Ayah ৯৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিন্তু তারা (পরবর্তীতে) নিজেদের কাজ-কর্মে পরস্পর পার্থক্য সৃষ্টি করেছে, তা সত্ত্বেও তারা সবাই আমার কাছে ফিরে আসবে। (আম্বিয়া, আয়াত ৯৩)

Tafsir Ahsanul Bayaan

কিন্তু মানুষ নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করেছে; প্রত্যেকেই আমার নিকট প্রত্যাবর্তনকারী। [১]

[১] অর্থাৎ, একত্ববাদ বা তাওহীদের রাস্তা এবং এক আল্লাহর ইবাদত ছেড়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। একদল মুশরিক ও কাফের হয়ে পড়ল। অন্যদিকে নবীদের অনুসারীরাও নানা দলে বিভক্ত হয়ে পড়ল। কেউ ইয়াহুদী, কেউ খ্রিষ্টান, আবার কেউ অন্য কিছু। আর ভাগ্যচক্রে মুসলিমরাও আজ এই ব্যাধির শিকার; এরাও অনেক দলে বিভক্ত। এদের সকলের ফায়সালা আল্লাহর নিকট হবে, যখন তারা তাঁর নিকট ফিরে যাবে।

Tafsir Abu Bakr Zakaria

কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমাদের কাছে প্রত্যাবর্তনকারী।

Tafsir Bayaan Foundation

কিন্তু তারা নিজদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সকলেই আমার নিকট প্রত্যাবর্তন করবে।

Muhiuddin Khan

এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে।

Zohurul Hoque

কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের অনুশাসন কেটে ফেলল। সকলেই আমাদের কাছে ফিরে আসবে।