কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৭৫
Qur'an Surah Al-Anbya Verse 75
আম্বিয়া [২১]: ৭৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاَدْخَلْنٰهُ فِيْ رَحْمَتِنَاۗ اِنَّهٗ مِنَ الصّٰلِحِيْنَ ࣖ (الأنبياء : ٢١)
- wa-adkhalnāhu
- وَأَدْخَلْنَٰهُ
- And We admitted him
- এবং তাকে আমরা প্রবেশ করিয়েছিলাম
- fī
- فِى
- into
- মধ্যে
- raḥmatinā
- رَحْمَتِنَآۖ
- Our Mercy
- আমাদের অনুগ্রহের
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- নিশ্চয়ই সে (ছিলো)
- mina
- مِنَ
- (was) of
- অন্যতম
- l-ṣāliḥīna
- ٱلصَّٰلِحِينَ
- the righteous
- সৎকর্মশীলদের
Transliteration:
Wa adkhalnaahu fee rahmatinaa innahoo minas saalihee(QS. al-ʾAnbiyāʾ:75)
English Sahih International:
And We admitted him into Our mercy. Indeed, he was of the righteous. (QS. Al-Anbya, Ayah ৭৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি তাকে আমার রাহমাতের অন্তর্ভুক্ত করেছিলাম, সে ছিল সৎ কর্মশীলদের একজন। (আম্বিয়া, আয়াত ৭৫)
Tafsir Ahsanul Bayaan
এবং তাকে আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম; নিশ্চয় সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। [১]
[১] লূত (আঃ) ছিলেন ইবরাহীম (আঃ)-এর ভ্রাতুষ্পুত্র (ভাইপো), তাঁর উপর ঈমান আনয়নকারী এবং তাঁর সাথে ইরাক হতে শামে হিজরতকারীদের একজন। আল্লাহ লূত (আঃ)-কেও জ্ঞান হিকমত অর্থাৎ, নবুঅত দান করেছিলেন। তিনি যে এলাকার নবী ছিলেন তার নাম ছিল সাদূম। এটি প্যালেষ্টাইনের মৃতসাগর লাগোয়া জর্ডানের নিকটতম একটি শস্য-শ্যামল এলাকা ছিল। যার বড় অংশ এখন সমুদ্রের গর্ভে। তার জাতি সমকামিতার মত জঘন্য অপরাধ, রাস্তায় বসে পথচারীদের প্রতি কটূক্তি করা, তাদেরকে কষ্ট দেওয়া, ছোট ছোট পাথর ছুঁড়ে মারা ইত্যাদি অপকর্মে ছিল পাকা। সেগুলোকে আল্লাহ এখানে خَبَائث অশ্লীল কর্ম বলে আখ্যায়িত করেছেন। শেষ পর্যন্ত লূত ও তাঁর অনুসারীদেরকে বাঁচিয়ে নিয়ে (অনুগ্রহভাজন করে) অবশিষ্ট জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।
Tafsir Abu Bakr Zakaria
এবং তাকে আমরা আমাদের অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম; তিনি ছিলেন সৎকর্মপরায়ণদের অন্যতম।
Tafsir Bayaan Foundation
আর আমি তাকে আমার রহমতের মধ্যে শামিল করে নিয়েছিলাম। সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।
Muhiuddin Khan
আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের একজন।
Zohurul Hoque
আর তাঁকে আমরা ভর্তি করেছিলাম আমাদের অনুগ্রহের মধ্যে। নিঃসন্দেহ তিনি ছিলেন সৎকর্মীদের অন্তর্ভুক্ত।