Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৬২

Qur'an Surah Al-Anbya Verse 62

আম্বিয়া [২১]: ৬২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰٓاِبْرٰهِيْمُ ۗ (الأنبياء : ٢١)

qālū
قَالُوٓا۟
They said
তারা বললো
a-anta
ءَأَنتَ
"Have you
"কি তুমি
faʿalta
فَعَلْتَ
done
করেছো
hādhā
هَٰذَا
this
এটা
biālihatinā
بِـَٔالِهَتِنَا
to our gods
সাথে আমাদের ইলাহগুলোর
yāib'rāhīmu
يَٰٓإِبْرَٰهِيمُ
O Ibrahim?"
হে ইবরাহীম"

Transliteration:

Qaalooo 'a-anta fa'alta haazaa bi aalihatinaa yaaa Ibraaheem (QS. al-ʾAnbiyāʾ:62)

English Sahih International:

They said, "Have you done this to our gods, O Abraham?" (QS. Al-Anbya, Ayah ৬২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল, ‘ওহে ইবরাহীম! আমাদের উপাস্যদের সাথে তুমিই কি এমনটি করেছ?’ (আম্বিয়া, আয়াত ৬২)

Tafsir Ahsanul Bayaan

তারা বলল, ‘হে ইব্রাহীম! তুমিই কি আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ আচরণ করেছ?’

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘হে ইবরাহীম! তুমি কি আমাদের মাবুদগুলোর প্রতি এরূপ করেছ?’

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘হে ইবরাহীম, তুমিই কি আমাদের দেবদেবীগুলোর সাথে এরূপ করেছ’?

Muhiuddin Khan

তারা বললঃ হে ইব্রাহীম তুমিই কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ?

Zohurul Hoque

তারা বললে -- ''হে ইব্রাহীম, তুমিই কি আমাদের দেবতাদের প্রতি এই কাজ করেছ?