Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৫৯

Qur'an Surah Al-Anbya Verse 59

আম্বিয়া [২১]: ৫৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَآ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِيْنَ (الأنبياء : ٢١)

qālū
قَالُوا۟
They said
তারা বললো
man
مَن
"Who
"কে
faʿala
فَعَلَ
(has) done
করেছে
hādhā
هَٰذَا
this
এটা
biālihatinā
بِـَٔالِهَتِنَآ
to our gods?
সাথে আমাদের ইলাহগুলোর
innahu
إِنَّهُۥ
Indeed he
সে নিশ্চয়ই
lamina
لَمِنَ
(is) of
অবশ্যই অন্তর্ভুক্ত
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers"
সীমালঙ্ঘনকারীদের"

Transliteration:

Qaaloo man fa'ala haazaa bi aalihatinaaa innahoo laminaz zaalimeen (QS. al-ʾAnbiyāʾ:59)

English Sahih International:

They said, "Who has done this to our gods? Indeed, he is of the wrongdoers." (QS. Al-Anbya, Ayah ৫৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল, ‘আমাদের মূর্তিগুলোর সাথে এমনটা কে করল? সে অবশ্যই যালিম।’ (আম্বিয়া, আয়াত ৫৯)

Tafsir Ahsanul Bayaan

তারা বলল, ‘আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ আচরণ কে করল? সে নিশ্চয়ই সীমালংঘনকারী।’ [১]

[১] যখন তারা অনুষ্ঠান সেরে ফিরে এল, তখন তারা দেখল মূর্তিগুলো সব ভেঙ্গে পড়ে রয়েছে। তারা বলতে লাগল যে, এ কোন বড় অত্যাচারী লোকেরই কাজ।

Tafsir Abu Bakr Zakaria

তারা বলল, ‘আমাদের মাবুদগুলোর প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই অন্যতম যালেম।’

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘আমাদের দেবদেবীগুলোর সাথে কে এমনটি করল? নিশ্চয় সে যালিম’।

Muhiuddin Khan

তারা বললঃ আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল? সে তো নিশ্চয়ই কোন জালিম।

Zohurul Hoque

তারা বললে -- ''আমাদের দেবতাদের প্রতি এ কাজ কে করেছে? নিঃসন্দেহ সে তো অন্যায়কারীদের একজন।’’