Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৪৫

Qur'an Surah Al-Anbya Verse 45

আম্বিয়া [২১]: ৪৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ اِنَّمَآ اُنْذِرُكُمْ بِالْوَحْيِۖ وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَاۤءَ اِذَا مَا يُنْذَرُوْنَ (الأنبياء : ٢١)

qul
قُلْ
Say
বলো
innamā
إِنَّمَآ
"Only
"মূলতঃ
undhirukum
أُنذِرُكُم
I warn you
তোমাদের সতর্ক করছি আমি
bil-waḥyi
بِٱلْوَحْىِۚ
by the revelation"
দ্বারা ওহী"
walā
وَلَا
But not
কিন্তু না
yasmaʿu
يَسْمَعُ
hear
শুনে
l-ṣumu
ٱلصُّمُّ
the deaf
বধির
l-duʿāa
ٱلدُّعَآءَ
the call
কোন আহ্বান
idhā
إِذَا
when
যখন
مَا
when
যা
yundharūna
يُنذَرُونَ
they are warned
তাদের সতর্ক করা হয়

Transliteration:

Qul innamaaa unzirukum bilwahyi; wa laa yasma'us summud du'aaa'a izaa maa yunzaroon (QS. al-ʾAnbiyāʾ:45)

English Sahih International:

Say, "I only warn you by revelation." But the deaf do not hear the call when they are warned. (QS. Al-Anbya, Ayah ৪৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, আমি তোমাদেরকে একমাত্র (আল্লাহর) ওয়াহী দ্বারাই সতর্ক করি, কিন্তু বধিররা ডাক শুনবে না যখন তাদেরকে সতর্ক করা হয়। (আম্বিয়া, আয়াত ৪৫)

Tafsir Ahsanul Bayaan

বল, ‘আমি তো শুধু অহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি; কিন্তু যারা কানে কালা তাদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা আহবান শুনতে পায় না।’ [১]

[১] অর্থাৎ, কুরআন শুনিয়ে তাদেরকে উপদেশ দিচ্ছি আর এটিই আমার দায়িত্ব ও কর্তব্য। কিন্তু যাদের কানকে আল্লাহ হক (সত্য) শোনা হতে বধির ও কালা করে দিয়েছেন, চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন এবং অন্তরে তালা মেরে দিয়েছেন, তাদের উপর এই কুরআন ও উপদেশ কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না।

Tafsir Abu Bakr Zakaria

বলুন, আমি তো শুধু ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহবান শুনে না।

Tafsir Bayaan Foundation

বল, ‘আমি তো কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি’। কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা সে আহবান শোনে না।

Muhiuddin Khan

বলুনঃ আমি তো কেবল ওহীর মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা সে সতর্কবাণী শোনে না।

Zohurul Hoque

বলো -- ''আমি তো তোমাদের সতর্ক করি কেবল প্রত্যাদেশের দ্বারা, আর বধির লোকে আহ্বান শোনে না যখন তাদের সতর্ক করা হয়।’’