Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ২৩

Qur'an Surah Al-Anbya Verse 23

আম্বিয়া [২১]: ২৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُوْنَ (الأنبياء : ٢١)

لَا
Not
না
yus'alu
يُسْـَٔلُ
He (can) be questioned
তাঁকে জিজ্ঞেস করা হবে
ʿammā
عَمَّا
about what
ঐ বিষয়ে যা
yafʿalu
يَفْعَلُ
He does
তিনি করেন
wahum
وَهُمْ
but they
বরং তারা
yus'alūna
يُسْـَٔلُونَ
will be questioned
জিজ্ঞাসিত হবে

Transliteration:

Laa yus'alu 'ammaa yaf'alu wa hum yus'aloon (QS. al-ʾAnbiyāʾ:23)

English Sahih International:

He is not questioned about what He does, but they will be questioned. (QS. Al-Anbya, Ayah ২৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনি যা করেন সে ব্যাপারে তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং তারা জিজ্ঞাসিত হবে (তাদের কাজের ব্যাপারে)। (আম্বিয়া, আয়াত ২৩)

Tafsir Ahsanul Bayaan

তিনি যা করেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে না; বরং ওদেরকেই প্রশ্ন করা হবে।

Tafsir Abu Bakr Zakaria

তিনি যা করেন সে বিষয়ে তিনি জিজ্ঞাসিত হবেন না; বরং তাদেরকেই জিজ্ঞাসা করা হবে।

Tafsir Bayaan Foundation

তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই প্রশ্ন করা হবে।

Muhiuddin Khan

তিনি যা করেন, তৎসম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন না এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে।

Zohurul Hoque

তিনি যা করেন যে বিষয়ে তাঁকে প্রশ্ন করা যাবে না, কিন্তু তাদের প্রশ্ন করা হবে।