কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ৯৫
Qur'an Surah Taha Verse 95
ত্বোয়া-হা [২০]: ৯৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِيُّ (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- সে বললো
- famā
- فَمَا
- "Then what
- "তাহ'লে কি
- khaṭbuka
- خَطْبُكَ
- (is) your case
- তোমার ব্যাপার
- yāsāmiriyyu
- يَٰسَٰمِرِىُّ
- O Samiri?"
- হে সামেরী"
Transliteration:
Qaala famaa khatbuka yaa Saamiriyy(QS. Ṭāʾ Hāʾ:95)
English Sahih International:
[Moses] said, "And what is your case, O Samiri?" (QS. Taha, Ayah ৯৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মূসা বলল, ‘এখন তোমার ব্যাপারটা কী, হে সামিরী?’ (ত্বোয়া-হা, আয়াত ৯৫)
Tafsir Ahsanul Bayaan
মূসা বলল, ‘হে সামেরী! তোমার ব্যাপার কি?’
Tafsir Abu Bakr Zakaria
মূসা বললেন, ‘হে সামেরী! তোমার ব্যাপার কি?
Tafsir Bayaan Foundation
মূসা বলল, ‘হে সামেরী! তোমার কী অবস্থা’?
Muhiuddin Khan
মূসা বললেন হে সামেরী, এখন তোমার ব্যাপার কি?
Zohurul Hoque
তিনি বললেন -- ''তবে তোমার কি বক্তব্য, হে সামিরী?’’