কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ৮৩
Qur'an Surah Taha Verse 83
ত্বোয়া-হা [২০]: ৮৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
۞ وَمَآ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى (طه : ٢٠)
- wamā
- وَمَآ
- "And what
- "এবং কিসে
- aʿjalaka
- أَعْجَلَكَ
- made you hasten
- তোমাকে তাড়াহুড়া করালো
- ʿan
- عَن
- from
- থেকে
- qawmika
- قَوْمِكَ
- your people
- তোমার জাতি
- yāmūsā
- يَٰمُوسَىٰ
- O Musa?"
- হে মূসা"
Transliteration:
Wa maaa a'jalaka 'an qawmika yaa Moosa(QS. Ṭāʾ Hāʾ:83)
English Sahih International:
[Allah said], "And what made you hasten from your people, O Moses?" (QS. Taha, Ayah ৮৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
‘হে মূসা! তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে (তূর পাহাড়ে আসতে) তুমি জলদি করলে কেন?’ (ত্বোয়া-হা, আয়াত ৮৩)
Tafsir Ahsanul Bayaan
হে মূসা! তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে ত্বরা করতে বাধ্য করল কিসে?
Tafsir Abu Bakr Zakaria
হে মূসা! আপনার সম্প্রদায়কে পিছনে ফেলে আপনাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কে?
Tafsir Bayaan Foundation
হে মূসা, কিসে তাড়াতাড়ি নিয়ে এসেছে তোমাকে, তোমার কওমকে পেছনে ফেলে?
Muhiuddin Khan
হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি ত্বরা করলে কেন?
Zohurul Hoque
''আর হে মূসা, কি তোমাকে তোমার লোকদের থেকে তাড়াতাড়ি নিয়ে এসেছে?’’