কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ৪৫
Qur'an Surah Taha Verse 45
ত্বোয়া-হা [২০]: ৪৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَا رَبَّنَآ اِنَّنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَآ اَوْ اَنْ يَّطْغٰى (طه : ٢٠)
- qālā
- قَالَا
- They said
- তারা (দু'জনে) বললো
- rabbanā
- رَبَّنَآ
- "Our Lord!
- "হে আমাদের রব
- innanā
- إِنَّنَا
- Indeed we
- নিশ্চয়ই আমরা
- nakhāfu
- نَخَافُ
- fear
- আশংকা করি আমরা
- an
- أَن
- that
- যে
- yafruṭa
- يَفْرُطَ
- he will hasten
- ফিরআউন দুর্ব্যবহার করবে
- ʿalaynā
- عَلَيْنَآ
- against us
- আমাদের সাথে
- aw
- أَوْ
- or
- অথবা
- an
- أَن
- that
- যে
- yaṭghā
- يَطْغَىٰ
- he will transgress"
- সে সীমালংঘন করবে"
Transliteration:
Qaalaa Rabbanaaa innanaa nakhaafu ai yafruta 'alainaaa aw ai yatghaa(QS. Ṭāʾ Hāʾ:45)
English Sahih International:
They said, "Our Lord, indeed we are afraid that he will hasten [punishment] against us or that he will transgress." (QS. Taha, Ayah ৪৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের ভয় হচ্ছে সে আমাদের প্রতি হঠাৎ উত্তেজিত হয়ে উঠবে কিংবা আমাদের প্রতি আচরণে বাড়াবাড়ি করবে।’ (ত্বোয়া-হা, আয়াত ৪৫)
Tafsir Ahsanul Bayaan
তারা বলল, ‘হে আমাদের প্রতিপালক! আমরা অবশ্যই আশংকা করি যে, সে আমাদেরকে দ্রুত শাস্তি দিতে উদ্যত হবে অথবা অন্যায় আচরণে সীমালংঘন করবে।’
Tafsir Abu Bakr Zakaria
তারা বলল, ‘হে আমাদের রব! আমরা আশংকা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা অন্যায় আচরণে সীমালংঘন করবে [১]।
[১] اِنَّنَا نَخَافُ মূসা ও হারূন আলাইহিমাস সালাম এখানে আল্লাহ্ তা'আলার সামনে দুই প্রকার ভয় প্রকাশ করেছেন। এক ভয় اَنْ يَّفْرُطَ শব্দের মাধ্যমে ব্যক্ত করেছেন। এর অর্থ সীমালংঘন করা। উদ্দেশ্য এই যে, ফির’আউন সম্ভবতঃ আমাদের বক্তব্য শ্রবণ করার আগেই ক্ষমতার অহমিকায় উত্তেজিত হয়ে উঠবে এবং অনাকাঙ্খিত কিছু করে বসবে। [ইবন কাসীর] দ্বিতীয় ভয় اَنْ يَّطْفٰى শব্দ দ্বারা বর্ণনা করেছেন। এর উদ্দেশ্য এই যে, সম্ভবতঃ সে আপনার শানে অসমীচীন কথাবার্তা বলে আরো বেশী অবাধ্যতা প্রদর্শন করবে। অথবা তাড়াতাড়ি আক্রমন করে বসবে। অথবা আমাদের উপর তার হাত প্রসারিত করবে। ইবন আব্বাস বলেন, এর অর্থ সীমালঙ্ঘন করবে। [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
তারা বলল, ‘হে আমাদের রব, আমরা তো আশংকা করছি যে, সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সীমালঙ্ঘন করবে’।
Muhiuddin Khan
তারা বললঃ হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।
Zohurul Hoque
তাঁরা বললেন -- ''আমাদের প্রভু! আমরা অবশ্য আশংকা করছি পাছে সে আমাদের প্রতি আগবেড়ে আক্রমণ করে, অথবা সে সীমা ছাড়িয়ে যায়।’’