কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ২৯
Qur'an Surah Taha Verse 29
ত্বোয়া-হা [২০]: ২৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاجْعَلْ لِّيْ وَزِيْرًا مِّنْ اَهْلِيْ ۙ (طه : ٢٠)
- wa-ij'ʿal
- وَٱجْعَل
- And appoint
- এবং বানিয়ে দাও
- lī
- لِّى
- for me
- আমার জন্যে
- wazīran
- وَزِيرًا
- a minister
- একজন সাহায্যকারী
- min
- مِّنْ
- from
- মধ্য হ'তে
- ahlī
- أَهْلِى
- my family
- আমার পরিবারের
Transliteration:
Waj'al lee wazeeram min ahlee(QS. Ṭāʾ Hāʾ:29)
English Sahih International:
And appoint for me a minister [i.e., assistant] from my family – (QS. Taha, Ayah ২৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর আমার পরিবার হতে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও। (ত্বোয়া-হা, আয়াত ২৯)
Tafsir Ahsanul Bayaan
আমার স্বজনবর্গের মধ্য হতে আমার জন্য একজন সহায়ক নিযুক্ত কর।
Tafsir Abu Bakr Zakaria
‘আর আমার জন্য করে দিন একজন সাহায্যকারী আমার সজনদের মধ্য থেকে [১];
[১] চতুর্থ দো’আ, আমার পরিবারবর্গ থেকেই আমার জন্য একজন উযীর করুন। এই দো"আটি রিসালাতের করণীয় কাজ আঞ্জাম দেয়ার জন্য উপায়াদি সংগ্ৰহ করার সাথে সম্পর্ক রাখে। মূসা 'আলাইহিস সালাম সাহায্য করতে সক্ষম এমন একজন উযীর নিযুক্তিকে সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় সাব্যস্ত করেছেন। ইবন আব্বাস বলেন, সাথে সাথে হারূনকে নবী হিসেবে গ্রহণ করেছেন। [ইবন কাসীর] অভিধানে উযীরের অর্থই বোঝা বহনকারী। রাষ্ট্রের উযীর তার বাদশাহর বোঝা দায়িত্ব সহকারে বহন করেন। তাই তাকে উযীর বলা হয়। [ফাতহুল কাদীর] এ থেকে মূসা 'আলাইহিস সালাম-এর পরিপূর্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় যে, তিনি তার উপর অর্পিত বিরাট দায়িত্ব পালন করার জন্য একজন উযীর চেয়ে নিয়েছেন। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ “আল্লাহ তা’আলা যখন কোন ব্যক্তির হাতে রাষ্ট্রের শাসনক্ষমতা অৰ্পণ করেন এবং চান যে, সে ভাল কাজ করুক এবং সুচারুরূপে রাষ্ট্র পরিচালনা করুক, তখন তার সাহায্যের জন্য একজন সৎ উযীর দান করেন। রাষ্ট্রপ্রধান কোন জরুরী কাজ ভুলে গেলে তিনি তাকে স্মরণ করিয়ে দেন। তিনি যে কাজ করতে চান, উযীর তাতে সাহায্য করেন।’ [নাসায়ীঃ ৪২০৪]
Tafsir Bayaan Foundation
‘আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন।
Muhiuddin Khan
এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন।
Zohurul Hoque
''আর আমার স্বজনদের মধ্যে থেকে আমার জন্য একজন সাহায্যকারী নিয়োগ করে দাও --