Skip to content

কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ২৭

Qur'an Surah Taha Verse 27

ত্বোয়া-হা [২০]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ ۙ (طه : ٢٠)

wa-uḥ'lul
وَٱحْلُلْ
And untie
এবং খুলে দাও
ʿuq'datan
عُقْدَةً
(the) knot
গিরা (জড়তা)
min
مِّن
from
থেকে
lisānī
لِّسَانِى
my tongue
আমার জিহবার

Transliteration:

Wahlul 'uqdatam milli saanee (QS. Ṭāʾ Hāʾ:27)

English Sahih International:

And untie the knot from my tongue (QS. Taha, Ayah ২৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার জিহ্বার জড়তা দূর করে দাও। (ত্বোয়া-হা, আয়াত ২৭)

Tafsir Ahsanul Bayaan

আমার জিহ্বার জড়তা দূর করে দাও।

Tafsir Abu Bakr Zakaria

‘আর আমার জিহবার জড়তা দূর করে দিন---

Tafsir Bayaan Foundation

‘আর আমার জিহবার জড়তা দূর করে দিন-

Muhiuddin Khan

এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন।

Zohurul Hoque

''আর আমার জিহ্বা থেকে জড়তা তুমি খুলে দাও,