কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ১৯
Qur'an Surah Taha Verse 19
ত্বোয়া-হা [২০]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى (طه : ٢٠)
- qāla
- قَالَ
- He said
- ( আল্লাহ ) বললেন
- alqihā
- أَلْقِهَا
- "Throw it down
- "তা নিক্ষেপ করো
- yāmūsā
- يَٰمُوسَىٰ
- O Musa!"
- হে মূসা"
Transliteration:
Qaala alqihaa yaa Moosaa(QS. Ṭāʾ Hāʾ:19)
English Sahih International:
[Allah] said, "Throw it down, O Moses." (QS. Taha, Ayah ১৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আল্লাহ বললেন, ‘হে মূসা! ওটা নিক্ষেপ কর।’ (ত্বোয়া-হা, আয়াত ১৯)
Tafsir Ahsanul Bayaan
তিনি বললেন, ‘হে মূসা তুমি এটা নিক্ষেপ কর।’
Tafsir Abu Bakr Zakaria
আল্লাহ্ বলেন , ‘হে মুসা! আপনি তা নিক্ষেপ করুন।’
Tafsir Bayaan Foundation
তিনি বললেন, ‘হে মূসা! ওটা ফেলে দাও।’
Muhiuddin Khan
আল্লাহ বললেনঃ হে মূসা, তুমি ওটা নিক্ষেপ কর।
Zohurul Hoque
তিনি বললেন -- ''এটি ছুঁড়ে মার, হে মূসা!’’