Skip to content

কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ১২১

Qur'an Surah Taha Verse 121

ত্বোয়া-হা [২০]: ১২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۚ وَعَصٰٓى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى ۖ (طه : ٢٠)

fa-akalā
فَأَكَلَا
Then they both ate
অতঃপর উভয়ে খেলো
min'hā
مِنْهَا
from it
তা থেকে
fabadat
فَبَدَتْ
so became apparent
তখন প্রকাশ হয়ে পড়লো
lahumā
لَهُمَا
to them
কাছে তাদের উভয়ের
sawātuhumā
سَوْءَٰتُهُمَا
their shame
তাদের উভয়ের লজ্জাস্থানসমূহ
waṭafiqā
وَطَفِقَا
and they began
এবং উভয়ে শুরু করলো
yakhṣifāni
يَخْصِفَانِ
(to) fasten
উভয়ে ঢাকতে
ʿalayhimā
عَلَيْهِمَا
on themselves
তাদের দুজনের উপর
min
مِن
from
দিয়ে
waraqi
وَرَقِ
(the) leaves
পাতা
l-janati
ٱلْجَنَّةِۚ
(of) Paradise
জান্নাতের
waʿaṣā
وَعَصَىٰٓ
And Adam disobeyed
এবং অমান্য করলো
ādamu
ءَادَمُ
And Adam disobeyed
আদম
rabbahu
رَبَّهُۥ
his Lord
তার রবকে
faghawā
فَغَوَىٰ
and erred
অতঃপর সে বিভ্রান্ত হলো

Transliteration:

Fa akalaa minhaa fabadat lahumaa saw aatuhumaa wa tafiqaa yakhsifaani 'alaihimaa minw waraqil jannah; wa 'asaaa Aadamu Rabbahoo faghawaa (QS. Ṭāʾ Hāʾ:121)

English Sahih International:

And they [i.e., Adam and his wife] ate of it, and their private parts became apparent to them, and they began to fasten over themselves from the leaves of Paradise. And Adam disobeyed his Lord and erred. (QS. Taha, Ayah ১২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তারা (স্বামী-স্ত্রী) দু’জনে তা (অর্থাৎ সেই গাছ) থেকে খেল তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল আর তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগল। আদাম তার প্রতিপালকের অবাধ্যতা করল, ফলে সে পথভ্রান্ত হয়ে গেল। (ত্বোয়া-হা, আয়াত ১২১)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর তারা তা হতে ভক্ষণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা বাগানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল। আদম তার প্রতিপালকের অবাধ্য হল; ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল। [১]

[১] অর্থাৎ, বৃক্ষ বা তার ফল খেয়ে আল্লাহর হুকুম অমান্য করল; যার পরিণতিতে সে ভ্রষ্টতায় পতিত হল।

Tafsir Abu Bakr Zakaria

তারপর তারা উভয়ে সে গাছ থেকে খেল; তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। আর আদম তার রব এর হুকুম অমান্য করলেন ফলে তিনি পথভ্রান্ত হয়ে গেলেন [১]।

[১] غوى শব্দটির অনুবাদ ওপরে ‘পথভ্রান্ত’ করা হয়েছে। কোন কোন মুফাসসির বলেন, এর অর্থ, তার জীবনটা বিপর্যস্ত হয়ে গেল। কারণ, দুনিয়াতে অবতরণ করার অর্থই হচ্ছে, জীবন দুর্বিষহ হওয়া। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

অতঃপর তারা উভয়েই সে গাছ থেকে খেল। তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজদেরকে আবৃত করতে লাগল এবং আদম তার রবের হুকুম অমান্য করল; ফলে সে বিভ্রান্ত হল।

Muhiuddin Khan

অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল, তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষ-পত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল। আদম তার পালনকর্তার অবাধ্যতা করল, ফলে সে পথ ভ্রষ্ঠ হয়ে গেল।

Zohurul Hoque

কাজেই এ থেকে তারা খেল, সুতরাং তাদের লজ্জাস্থানগুলো তাদের কাছে প্রকাশ পেলো, তখন তারা নিজেদের ঢাকতে আরম্ভ করল সেই বাগানের পাতা দিয়ে। আর আদম তার প্রভুর অবাধ্য হয়েছিল, সেজন্য সে ভ্রান্তপথ ধরল।