Skip to content

কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ১০৭

Qur'an Surah Taha Verse 107

ত্বোয়া-হা [২০]: ১০৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَآ اَمْتًا ۗ (طه : ٢٠)

لَّا
Not
না
tarā
تَرَىٰ
you will see
দেখবে তুমি
fīhā
فِيهَا
in it
তার মধ্যে
ʿiwajan
عِوَجًا
any crookedness
বাঁকা
walā
وَلَآ
and not
আর না
amtan
أَمْتًا
any curve"
অসমান (উঁচুনিচু)"

Transliteration:

Laa taraa feehaa 'iwajanw wa laaa amtaa (QS. Ṭāʾ Hāʾ:107)

English Sahih International:

You will not see therein a depression or an elevation." (QS. Taha, Ayah ১০৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাতে তুমি দেখবে না কোন বক্রতা ও উচ্চতা। (ত্বোয়া-হা, আয়াত ১০৭)

Tafsir Ahsanul Bayaan

যাতে তুমি উঁচু-নীচু দেখবে না।’

Tafsir Abu Bakr Zakaria

‘যাতে আপনি বাকা ও উঁচু দেখবেন না [১]

[১] এ পাহাড়গুলো ভেঙ্গে বালুকারাশির মতো গুড়ো গুড়ো করে দেয়া হবে এবং সেগুলো ধূলোমাটির মতো সারা দুনিয়ার বুকে ছড়িয়ে সমগ্র দুনিয়াকে এমন একটি সমতল প্রান্তরে পরিণত করে দেয়া হবে যেখানে কোন উঁচু নীচু, ঢালু বা অসমতল জায়গা থাকবে না। তার অবস্থা এমন একটি পরিষ্কার বিছানার মতো হবে যাতে সামান্যতমও খাঁজ বা ভাঁজ থাকবে না। [দেখুন, কুরতুবী]

Tafsir Bayaan Foundation

‘তাতে তুমি কোন বক্রতা ও উচ্চতা দেখবে না’।

Muhiuddin Khan

তুমি তাতে মোড় ও টিলা দেখবে না।

Zohurul Hoque

সেখানে তুমি দেখতে পাবে না কোনো আঁকানো-বাঁকানো আর না কোনো উঁচু-নিচু।