কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ১০৪
Qur'an Surah Taha Verse 104
ত্বোয়া-হা [২০]: ১০৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ اِذْ يَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِيْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا يَوْمًا ࣖ (طه : ٢٠)
- naḥnu
- نَّحْنُ
- We
- আমরা
- aʿlamu
- أَعْلَمُ
- know best
- খুব জানি
- bimā
- بِمَا
- what
- ঐ বিষয়ে যা
- yaqūlūna
- يَقُولُونَ
- they will say
- তারা বলবে
- idh
- إِذْ
- when
- যখন
- yaqūlu
- يَقُولُ
- will say
- বলবে
- amthaluhum
- أَمْثَلُهُمْ
- (the) best of them
- তাদের মধ্যকার অপেক্ষাকৃত উত্তম ব্যক্তি
- ṭarīqatan
- طَرِيقَةً
- (in) conduct
- বুদ্ধিমত্তায়
- in
- إِن
- "Not
- "না
- labith'tum
- لَّبِثْتُمْ
- you remained
- তোমরা অবস্থান করেছিলে
- illā
- إِلَّا
- except (for)
- এছাড়া
- yawman
- يَوْمًا
- a day"
- একদিন"
Transliteration:
nahnu a'lamu bimaa yaqooloona iz yaqoolu amsaluhum tareeqatan illabistum illaa yawmaa(QS. Ṭāʾ Hāʾ:104)
English Sahih International:
We are most knowing of what they say when the best of them in manner [i.e., wisdom or speech] will say, "You remained not but one day." (QS. Taha, Ayah ১০৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমি ভালভাবেই জানি তারা যা বলে। তাদের মধ্যে যে উত্তম পথের অনুসারী সে বলবে, ‘তোমরা একদিনের বেশি অবস্থান করনি।’ (ত্বোয়া-হা, আয়াত ১০৪)
Tafsir Ahsanul Bayaan
ওরা কি বলবে তা আমি ভাল জানি। ওদের মধ্যে সর্বাপেক্ষা বেশী উত্তম পথের অনুসারী[১] বলবে, ‘তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।’
[১] অর্থাৎ সবার থেকে বুদ্ধিমান ও জ্ঞানী। অর্থাৎ, দুনিয়ার জীবন তাদের কাছে কয়েক দিন বরং কয়েক ঘন্টা বলে মনে হবে। যেমন অন্যত্র মহান আল্লাহ বলেছেন,{وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَيْرَ سَاعَةٍ} যে দিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা দুনিয়াতে মুহূর্তকালের বেশী অবস্থান করেনি। (সূরা রূম ৩০;৫৫) এই বিষয়টি আরো বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে; যেমন সূরা ফাতির ৩৫;৩৭, সূরা মু'মিনূন ২৩;১১২-১১৪, সূরা নাযিআত ৭৯;৪৬ ইত্যাদি। উদ্দেশ্য হল, অস্থায়ী জীবনকে যেন স্থায়ী জীবনের উপর প্রাধান্য না দেওয়া হয়।
Tafsir Abu Bakr Zakaria
আমরা ভালভাবেই জানি তারা কি বলবে, তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথে ছিল (বিবেকবান ব্যক্তি) সে বলবে, ‘তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।’
Tafsir Bayaan Foundation
আমি ভালভাবেই জানি তারা কী বলবে, তাদের মধ্যে অপেক্ষাকৃত সৎপথে ছিল যে লোকটি সে বলবে, ‘তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে’!
Muhiuddin Khan
তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে, অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবেঃ তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে।
Zohurul Hoque
আমরা ভাল জানি কি তারা বলাবলি করে যখন তাদের মধ্যে চালচলনে দক্ষ ব্যক্তি বলবেন -- ''তোমরা তো একদিন মাত্র অবস্থান করেছিলে।’’