Skip to content

কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ১

Qur'an Surah Taha Verse 1

ত্বোয়া-হা [২০]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

طٰهٰ ۚ (طه : ٢٠)

tta-ha
طه
Ta Ha
ত্বা-হা

Transliteration:

Taa-Haa (QS. Ṭāʾ Hāʾ:1)

English Sahih International:

Ta, Ha. (QS. Taha, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ত্ব-হা-। (ত্বোয়া-হা, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

ত্ব-হা-।

Tafsir Abu Bakr Zakaria

ত্বা-হা, [১]

১৩৫ আয়াত, মক্কী

[১] আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু এ সূরা এবং আরো কয়েকটি সূরা সম্পর্কে বলেছেন; ‘বনী ইসরাইল, আল-কাহফ, মার্ইয়াম, ত্বা-হা এবং আম্বিয়া এগুলো আমার সবচেয়ে প্রাচীন সম্পদ বা সর্বপ্রথম পুজি। [বুখারীঃ ৪৭৩৯] এর অর্থ, প্রাচীন সূরাসমূহের মধ্যে এগুলো অন্যতম। তাছাড়া সূরা ত্বা-হা, আল-বাকারাহ ও আলে-ইমরান সম্পর্কে এসেছে যে, এগুলোতে মহান আল্লাহর সবচেয়ে বড় ও সম্মানিত নাম রয়েছে যার অসীলায় দো'আ করলে আল্লাহ তা কবুল করেন”। [ইবনে মাজাহঃ ৩৮৫৬]

[১] ত্বা-হা শব্দটি 'হুরুফে মুকাত্তা'আতের অন্তর্ভুক্ত’। যেগুলো সম্পর্কে পূর্বেই বলা হয়েছে যে, এর প্রকৃত অর্থ মহান আল্লাহই ভাল জানেন। তবে উম্মতের সত্যনিষ্ঠ আলেমগণ এর কিছু অর্থ বর্ণনা করেছেন। যেমন, হে মানব! অথবা হে পুরুষ। কাযী ইয়াদ বলেন; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে এক পায়ের উপর ভর করে কুরআন তেলাওয়াত করতেন। যা তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে পড়েছিল। ফলে এ সম্বোধনের মাধ্যমে বলা হচ্ছে যে, যমীনের সাথে মিশে থাকেন অর্থাৎ দু'পায়ের উপর ভর করে দাঁড়িয়ে অথবা বসে বসেও আপনি কুরআন তেলাওয়াত করতে পারেন। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

ত্ব-হা

Muhiuddin Khan

তোয়া-হা

Zohurul Hoque

ত্বা, হা।