Skip to content

কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ৯৪

Qur'an Surah Al-Baqarah Verse 94

আল বাকারা [২]: ৯৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (البقرة : ٢)

qul
قُلْ
Say
বলো
in
إِن
"If
''যদি
kānat
كَانَتْ
is
হয় (নির্দিষ্ট)
lakumu
لَكُمُ
for you
তোমাদের জন্য
l-dāru
ٱلدَّارُ
the home
ঘর
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
(of) the Hereafter
আখিরাতের
ʿinda
عِندَ
with
কাছে
l-lahi
ٱللَّهِ
Allah
আল্লাহ
khāliṣatan
خَالِصَةً
exclusively
কেবল (তোমাদেরই)
min
مِّن
from
থেকে(দিয়ে)
dūni
دُونِ
excluding
ব্যতীত(বাদ)
l-nāsi
ٱلنَّاسِ
the mankind
(সমগ্র)মানুষকে
fatamannawū
فَتَمَنَّوُا۟
then wish
তোমরা তাহলে কামনা করো
l-mawta
ٱلْمَوْتَ
(for) [the] death
মৃত্যুর
in
إِن
if
যদি
kuntum
كُنتُمْ
you are
তোমরা হয়ে থাক
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
সত্যবাদী''

Transliteration:

Qul in kaanat lakumud Daarul Aakhiratu 'indal laahi khaalisatam min doonin naasi fatamannawul mawta in kuntum saadiqeen (QS. al-Baq̈arah:94)

English Sahih International:

Say, [O Muhammad], "If the home of the Hereafter with Allah is for you alone and not the [other] people, then wish for death, if you should be truthful." (QS. Al-Baqarah, Ayah ৯৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, ‘যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্যলোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয়, তাহলে তোমরা মৃত্যু কামনা কর, যদি সত্যবাদী হয়ে থাক’। (আল বাকারা, আয়াত ৯৪)

Tafsir Ahsanul Bayaan

বল, ‘যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা কর; যদি (দাবীতে) সত্যবাদী হও।’

Tafsir Abu Bakr Zakaria

বলুন, ‘যদি আল্লাহ্‌র কাছে আখেরাতের বাসস্থান অন্য লোক ছাড়া বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা কর---যদি সত্যবাদী হয়ে থাক’।

Tafsir Bayaan Foundation

বল, ‘যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক’।

Muhiuddin Khan

বলে দিন, যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে-অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা কর, যদি সত্যবাদী হয়ে থাক।

Zohurul Hoque

বলো -- “যদি আল্লাহ্‌র আখেরাতের ঘর অপর লোককে বাদ দিয়ে খাস ক’রে তোমাদের জন্য হয়ে থাকে তবে মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও।”