কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ৮০
Qur'an Surah Al-Baqarah Verse 80
আল বাকারা [২]: ৮০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَقَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدَةً ۗ قُلْ اَتَّخَذْتُمْ عِنْدَ اللّٰهِ عَهْدًا فَلَنْ يُّخْلِفَ اللّٰهُ عَهْدَهٗٓ اَمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ (البقرة : ٢)
- waqālū
- وَقَالُوا۟
- And they say
- এবং তারা বলে
- lan
- لَن
- "Never
- ''কখনও না
- tamassanā
- تَمَسَّنَا
- will touch us
- আমাদেরকে স্পর্শ করবে
- l-nāru
- ٱلنَّارُ
- the Fire
- আগুন
- illā
- إِلَّآ
- except
- (যদিও করে) তবে
- ayyāman
- أَيَّامًا
- (for) days
- কিছুদিন
- maʿdūdatan
- مَّعْدُودَةًۚ
- numbered"
- গোনাগাঁথা''
- qul
- قُلْ
- Say
- তুমি বলো
- attakhadhtum
- أَتَّخَذْتُمْ
- "Have you taken
- ''তোমরা গ্রহণ করেছ কি
- ʿinda
- عِندَ
- from
- নিকট হতে
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- আল্লাহ্র
- ʿahdan
- عَهْدًا
- a covenant
- অঙ্গীকার (যা)
- falan
- فَلَن
- so never
- কখনও না
- yukh'lifa
- يُخْلِفَ
- will break
- ভঙ্গ করবেন
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- আল্লাহ্
- ʿahdahu
- عَهْدَهُۥٓۖ
- His Covenant?
- তাঁর অঙ্গীকার
- am
- أَمْ
- Or
- অথবা
- taqūlūna
- تَقُولُونَ
- (do) you say
- তোমরা বলছ
- ʿalā
- عَلَى
- against
- উপর(সম্বন্ধে)
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- আল্লাহর
- mā
- مَا
- what
- যা
- lā
- لَا
- not
- না
- taʿlamūna
- تَعْلَمُونَ
- you know?"
- তোমরা জান''
Transliteration:
Wa qaaloo lan tamassanan Naaru illaaa ayyaamam ma'doo dah; qul attakhaztum 'indal laahi 'ahdan falai yukhlifal laahu 'ahdahooo am taqooloona 'alal laahi maa laa ta'lamoon(QS. al-Baq̈arah:80)
English Sahih International:
And they say, "Never will the Fire touch us, except for [a few] numbered days." Say, "Have you taken a covenant with Allah? For Allah will never break His covenant. Or do you say about Allah that which you do not know?" (QS. Al-Baqarah, Ayah ৮০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলে, ‘গুটি কয়েক দিন ছাড়া আগুন কক্ষনো আমাদেরকে স্পর্শ করবে না’। বল, ‘তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছো যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না? কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ, যা তোমরা জান না’। (আল বাকারা, আয়াত ৮০)
Tafsir Ahsanul Bayaan
আর তারা বলে, ‘গণা কয়েকটি দিন ছাড়া (দোযখের) আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না।’ (হে মুহাম্মাদ, তুমি) বল, ‘তোমরা কি আল্লাহর নিকট থেকে এমন কোন অঙ্গীকার[১] পেয়েছ যে, আল্লাহ সে অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না? অথবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কথা বলছ, যা তোমরা জান না।’ [২]
[১] ইয়াহুদীরা বলত যে, দুনিয়ার বয়স হল সাত হাজার বছর। আর প্রত্যেক হাজার বছরের পরিবর্তে আমরা একদিন জাহান্নামে থাকব। অতএব এই হিসেবে আমরা কেবল সাত দিন জাহান্নামে থাকব। কেউ কেউ বলতো, আমরা কেবল চল্লিশ দিন বাছুরের পূজা করেছি, অতএব এই চল্লিশ দিন জাহান্নামে থাকব। মহান আল্লাহ বললেন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার পেয়েছ? এটাও অস্বীকৃতিসূচক জিজ্ঞাসা। অর্থাৎ, এরা ভুল বলছে, আল্লাহর সাথে এই ধরনের কোন অঙ্গীকার তাদের নেই।
[২] অর্থাৎ, তোমাদের এই দাবী যে, আমরা জাহান্নামে গেলেও কেবল কিছু দিনের জন্য তা হবে, এটা তোমাদের নিজের পক্ষ থেকে মনগড়া কথা এবং এই ধরনের অনেক কথাবার্তা তোমরা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ, যা তোমদের নিজেদেরই জানা নেই। এরপর মহান আল্লাহ তাঁর সেই মূলনীতির কথা উল্লেখ করছেন, যার ভিত্তিতে কিয়ামতের দিন তিনি ভাল ও মন্দজনদেরকে তাদের ভাল-মন্দের প্রতিদান ও প্রতিফল দেবেন।
Tafsir Abu Bakr Zakaria
তারা বলে, ‘সামান্য কিছু দিন ছাড়া আগুন আমাদেরকে কখনও স্পর্শ করবে না’। বলুন, তোমরা কি আল্লাহ্র কাছ থেকে এমন কোন অঙ্গীকার নিয়েছ; যে অঙ্গিকারের বিপরীত আল্লাহ্ কখনও করবেন না ? নাকি আল্লাহ্ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জান না ?’
Tafsir Bayaan Foundation
আর তারা বলে, ‘গোনা-কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না’। বল, ‘তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছ, ফলে আল্লাহ তাঁর ওয়াদা ভঙ্গ করবেন না? নাকি আল্লাহর উপর এমন কিছু বলছ, যা তোমরা জান না’?
Muhiuddin Khan
তারা বলেঃ আগুন আমাদিগকে কখনও স্পর্শ করবে না; কিন্তু গণাগনতি কয়েকদিন। বলে দিনঃ তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার পেয়েছ যে, আল্লাহ কখনও তার খেলাফ করবেন না-না তোমরা যা জান না, তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ।
Zohurul Hoque
আর তারা বলে -- “আগুন আমাদের গুনতির কয়েকদিন ছাড়া কদাচ স্পর্শ করবে না।” তুমি বলো -- “তোমরা কি আল্লাহ্র কাছ থেকে কোনো প্রতিশ্রুতি নিয়েছ? তাহলে আল্লাহ্ তাঁর ওয়াদার কখনো খেলাফ করেন না, অথবা তোমরা কি আল্লাহ্ সন্বন্ধে যা জান না তাই বলছ?”