কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ৭৭
Qur'an Surah Al-Baqarah Verse 77
আল বাকারা [২]: ৭৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَوَلَا يَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ (البقرة : ٢)
- awalā
- أَوَلَا
- Do not
- না কি
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- they know
- তারা জানে
- anna
- أَنَّ
- that
- যে
- l-laha
- ٱللَّهَ
- Allah
- আল্লাহ্
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- জানেন
- mā
- مَا
- what
- যা কিছু
- yusirrūna
- يُسِرُّونَ
- they conceal
- তারা গোপন করে
- wamā
- وَمَا
- and what
- ও যা
- yuʿ'linūna
- يُعْلِنُونَ
- they declare?
- তারা প্রকাশ করে
Transliteration:
Awalaa ya'lamoona annal laaha ya'lamu maa yusirroona wa maa yu'linoon(QS. al-Baq̈arah:77)
English Sahih International:
But do they not know that Allah knows what they conceal and what they declare? (QS. Al-Baqarah, Ayah ৭৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের কি জানা নেই যে, যা তারা গোপন রাখে অথবা প্রকাশ করে অবশ্যই আল্লাহ তা জানেন? (আল বাকারা, আয়াত ৭৭)
Tafsir Ahsanul Bayaan
তারা কি জানে না যে, তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন? (১)
(১) মহান আল্লাহ বলছেন, তোমরা বল আর না বল, আল্লাহ প্রত্যেক বিষয়ে অবগত। তোমরা না বললেও তিনি এই কথাগুলো মুসলিমদের জন্য প্রকাশ করে দিতে পারেন।
Tafsir Abu Bakr Zakaria
তারা কি জানে না যে, তারা যা গোপন রাখে এবং যা ব্যক্ত করে, নিশ্চয় আল্লাহ্ তা জানেন?
Tafsir Bayaan Foundation
তারা কি জানে না যে, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে, তা আল্লাহ জানেন?
Muhiuddin Khan
তারা কি এতটুকুও জানে না যে, আল্লাহ সেসব বিষয়ও পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে?
Zohurul Hoque
আর তারা কি জানে না যে নিঃসন্দেহ আল্লাহ্ জানেন যা তারা লুকিয়ে রাখছে ও যা প্রকাশ করছে?