কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ৭১
Qur'an Surah Al-Baqarah Verse 71
আল বাকারা [২]: ৭১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَرْثَۚ مُسَلَّمَةٌ لَّاشِيَةَ فِيْهَا ۗ قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ ࣖ (البقرة : ٢)
- qāla
- قَالَ
- He said
- (মূসা) বলল
- innahu
- إِنَّهُۥ
- "Indeed He
- ''তিনি নিশ্চয়ই
- yaqūlu
- يَقُولُ
- says
- বলেন
- innahā
- إِنَّهَا
- "[Indeed] it
- ''তা নিশ্চয়ই
- baqaratun
- بَقَرَةٌ
- (is) a cow
- একটি গাভী
- lā
- لَّا
- not
- না
- dhalūlun
- ذَلُولٌ
- trained
- লাগান হয়েছে
- tuthīru
- تُثِيرُ
- to plough
- চাষে
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- জমি
- walā
- وَلَا
- and not
- আর না
- tasqī
- تَسْقِى
- water
- সেচ করেছে
- l-ḥartha
- ٱلْحَرْثَ
- the field;
- ক্ষেতে
- musallamatun
- مُسَلَّمَةٌ
- sound
- সুস্থ্য
- lā
- لَّا
- no
- নেই
- shiyata
- شِيَةَ
- blemish
- কোনো খুঁত
- fīhā
- فِيهَاۚ
- in it"
- তার মধ্যে''
- qālū
- قَالُوا۟
- They said
- তারা বলেছিল
- l-āna
- ٱلْـَٰٔنَ
- "Now
- ''এখন
- ji'ta
- جِئْتَ
- you have come
- তুমি এনেছ (বর্ণনা)
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- with the truth"
- সঠিক তথ্য নিয়ে''
- fadhabaḥūhā
- فَذَبَحُوهَا
- So they slaughtered it
- তারা জবাই করল তখন তা
- wamā
- وَمَا
- and not
- এবং না
- kādū
- كَادُوا۟
- they were near
- আগ্রহী ছিল
- yafʿalūna
- يَفْعَلُونَ
- (to) doing (it)
- তারা করতে
Transliteration:
Qaala innahoo yaqoolu innahaa baqaratul laa zaloolun tuseerul arda wa laa tasqil harsa musallamatullaa shiyata feehaa; qaalul 'aana jita bilhaqq; fazabahoohaa wa maa kaado yaf'aloon(QS. al-Baq̈arah:71)
English Sahih International:
He said, "He says, 'It is a cow neither trained to plow the earth nor to irrigate the field, one free from fault with no spot upon her.'" They said, "Now you have come with the truth." So they slaughtered her, but they could hardly do it. (QS. Al-Baqarah, Ayah ৭১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মূসা বলল, ‘তিনি বলছেন, তা এমন এক গরু যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি বরং সুস্থ ও নিখুঁত’। তারা বলল, ‘এখন তুমি সত্য প্রকাশ করেছ’। তারা তাকে যবহ করল যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল। (আল বাকারা, আয়াত ৭১)
Tafsir Ahsanul Bayaan
মূসা বলল, তিনি বলছেন, ‘এ এমন একটি গাভী যা জমির চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহূত হয়নি -- সুস্থ নিখুঁত।’ তারা বলল, ‘এখন তুমি সঠিক বর্ণনা এনেছ।’ অতঃপর তারা তা যবেহ করল, অথচ যবেহ করতে পারবে বলে মনে হচ্ছিল না। (১)
(১) তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছিল যে, তারা একটি গাভী যবেহ করবে। তারা যে কোন একটি গাভী যবেহ করলেই আল্লাহর আদেশ পালন হয়ে যেত। কিন্তু তারা আল্লাহর নির্দেশের উপর সোজাসুজি আমল করার পরিবর্তে খুঁটিনাটির পিছনে পড়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করে দিল। ফলে আল্লাহ তাআলাও তাদের সে কাজকে পর্যায়ক্রমে তাদের জন্য কঠিন করে দিলেন। আর এই জন্যই দ্বীনের (খুঁটিনাটির) ব্যাপারে গভীরভাবে অনুসন্ধান চালাতে ও কঠিনতা অবলম্বন করতে নিষেধ করা হয়েছে। (প্রকাশ যে, এই গাভী যবেহর ঘটনার উল্লেখের ফলেই এই সূরার নাম 'বাক্বারাহ' রাখা হয়েছে।)
Tafsir Abu Bakr Zakaria
মূসা বললেন, ‘তিনি বলেছেন, সেটা এমন এক গাভি যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত’। তারা বলল, ‘এখন তুমি সত্য নিয়ে এসেছ’। অবশেষে তারা সেটাকে যবেহ করলো, যদিও তারা তা করতে প্রস্তুত ছিলো না।
Tafsir Bayaan Foundation
সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, ‘নিশ্চয় তা এমন গাভী, যা ব্যবহৃত হয়নি জমি চাষ করায় আর না ক্ষেতে পানি দেয়ায়। সুস্থ যাতে কোন খুঁত নেই’। তারা বলল, ‘এখন তুমি সত্য নিয়ে এসেছ’। অতঃপর তারা তা যবেহ করল অথচ তারা তা করার ছিল না।
Muhiuddin Khan
তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ। অতঃপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না।
Zohurul Hoque
তিনি বললেন, “নিঃসন্দেহ তিনি বলছেন, সেটি নিশ্চয়ই এমন বাছুর যাকে জোয়ালে জোতা হয় নি জমি চাষ করতে, বা ক্ষেতে পানিও দেয় না, সহি-সালামত, যার মধ্যে কোন খুতঁ নেই।” তারা বললে -- “এবার তুমি পুরোপুরি সত্য নিয়ে এসেছো।” সুতরাং তারা তাকে কুরবানি করল, আর দেখালো না যে তারা করল।