Skip to content

কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ১৭৯

Qur'an Surah Al-Baqarah Verse 179

আল বাকারা [২]: ১৭৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَلَكُمْ فِى الْقِصَاصِ حَيٰوةٌ يّٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ (البقرة : ٢)

walakum
وَلَكُمْ
And for you
এবং তোমাদের জন্যে(রয়েছে)
فِى
in
মধ্যে
l-qiṣāṣi
ٱلْقِصَاصِ
the legal retribution
কিসাসের(বদলার)
ḥayatun
حَيَوٰةٌ
(is) life
জীবন
yāulī
يَٰٓأُو۟لِى
O men
হে লোকেরা
l-albābi
ٱلْأَلْبَٰبِ
(of) understanding!
বোধ(সম্পন্ন)
laʿallakum
لَعَلَّكُمْ
So that you may
আশা করা যায়
tattaqūna
تَتَّقُونَ
(become) righteous
তোমরা সাবধান হয়ে চলবে

Transliteration:

Wa lakum fil qisaasi hayaatuny yaaa ulil albaabi la 'allakum tattaqoon (QS. al-Baq̈arah:179)

English Sahih International:

And there is for you in legal retribution [saving of] life, O you [people] of understanding, that you may become righteous. (QS. Al-Baqarah, Ayah ১৭৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যাতে হে জ্ঞানী সমাজ! (হত্যানুষ্ঠান হতে) তোমরা নিবৃত্ত থাক। (আল বাকারা, আয়াত ১৭৯)

Tafsir Ahsanul Bayaan

হে বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ! তোমাদের জন্য ক্বিস্বাসে (প্রতিশোধ গ্রহণের বিধানে) জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পার।[১]

[১] যখন হত্যাকারীর এই ভয় হবে যে, আমাকেও ক্বিস্বাসে হত্যা করা হবে, তখন সে কাউকে হত্যা করতে সাহস পাবে না। যে সমাজে ক্বিস্বাসের আইন বলবৎ থাকে, সে সমাজে এ (ক্বিস্বাসে হত্যা হওয়ার) ভয় সমাজকে হত্যা ও খুনোখুনি থেকে সুরক্ষিত রাখে এবং এরই ফলে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা লাভ করে। আর এর (বাস্তব) দৃশ্য আজও সৌদী আরবে লক্ষ্য করা যেতে পারে, যেখানে -আলহামদু লিল্লাহ- ইসলামী দন্ড-বিধির কার্যকারিতার বরকতসমূহ বিদ্যমান রয়েছে। যদি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলিও ইসলামী দন্ড-বিধি কার্যকরী করে জনসাধারণের জন্য শান্তিময় জীবন-যাপনের সুব্যবস্থা করতে পারত, তাহলে কতই না ভাল হত!

Tafsir Abu Bakr Zakaria

আর হে বুদ্ধি-বিবেকসম্পন্নগণ ! কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।

Tafsir Bayaan Foundation

আর হে বিবেকসম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে।

Muhiuddin Khan

হে বুদ্ধিমানগণ! কেসাসের মধ্যে তোমাদের জন্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পার।

Zohurul Hoque

আর তোমাদের জন্য প্রতিশোধের বিধানে রয়েছে জীবন, হে জ্ঞানবান ব্যক্তিগণ! যাতে তোমরা ধর্মপরায়ণতা অবলন্বন করো।