Skip to content

কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ১৩০

Qur'an Surah Al-Baqarah Verse 130

আল বাকারা [২]: ১৩০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَمَنْ يَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ۗوَلَقَدِ اصْطَفَيْنٰهُ فِى الدُّنْيَا ۚوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ (البقرة : ٢)

waman
وَمَن
And who
আর কে
yarghabu
يَرْغَبُ
will turn away
মুখ ফেরাবে
ʿan
عَن
from
হতে
millati
مِّلَّةِ
(the) religion
দীন
ib'rāhīma
إِبْرَٰهِۦمَ
(of) Ibrahim
ইবরাহীমের
illā
إِلَّا
except
এছাড়া
man
مَن
who
যে
safiha
سَفِهَ
fooled
নির্বোধ বানিয়েছে
nafsahu
نَفْسَهُۥۚ
himself?
তার নিজেকে
walaqadi
وَلَقَدِ
And indeed
এবং নিশ্চয়ই
iṣ'ṭafaynāhu
ٱصْطَفَيْنَٰهُ
We chose him
তাকে আমরা মনোনীত করেছি
فِى
in
মধ্যে
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
the world
পৃথিবীর
wa-innahu
وَإِنَّهُۥ
and indeed he
এবং সে নিশ্চয়ই(হবে)
فِى
in
মধ্যে
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
the Hereafter
আখিরাতের''
lamina
لَمِنَ
surely (will be) among
অন্তর্ভুক্ত অবশ্যই
l-ṣāliḥīna
ٱلصَّٰلِحِينَ
the righteous
সৎলোকদের

Transliteration:

Wa manny yarghabu 'am-Millarti Ibraaheema illaa man safiha nafsah; wa laqadis tafainaahu fid-dunyaa wa innaho fil aakhirati laminas saaliheen (QS. al-Baq̈arah:130)

English Sahih International:

And who would be averse to the religion of Abraham except one who makes a fool of himself. And We had chosen him in this world, and indeed he, in the Hereafter, will be among the righteous. (QS. Al-Baqarah, Ayah ১৩০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সেই নির্বোধ ছাড়া অন্য এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহীম হতে ফিরে যাবে এবং নিশ্চয় আমি তাকে পছন্দ করেছি এবং আখেরাতেও সে নেককারদের অন্তর্গত হবে। (আল বাকারা, আয়াত ১৩০)

Tafsir Ahsanul Bayaan

যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহীমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে? পৃথিবীতে তাকে আমি মনোনীত করেছি; পরকালেও সে সৎ কর্মপরায়ণদের অন্যতম। [১]

[১] আরবী ভাষায় رَغِبَ শব্দের সাথে عَنْ অব্যয় যুক্ত হলে তার অর্থ দাঁড়ায় মুখ ফিরিয়ে নেওয়া বা বিমুখ হওয়া। এখানে মহান আল্লাহ ইবরাহীম (আঃ)-এর মর্যাদা ও তাঁর বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যা তিনি তাঁকে দুনিয়া ও আখেরাতে দান করেছেন এবং এ কথাও পরিষ্কার করে দিচ্ছেন যে, ইবরাহীম (আঃ)-এর ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। কোন জ্ঞানীজন থেকে এটা কল্পনাও করা যায় না।

Tafsir Abu Bakr Zakaria

আর যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহীম এর মিল্লাত হতে আর কে বিমুখ হবে ! দুনিয়াতে তাকে আমরা মনোনীত করেছি; আর আখেরাতেও তিনি অবশ্যই সৎ কর্মশীলদের অন্যতম।

Tafsir Bayaan Foundation

আর যে নিজকে নির্বোধ বানিয়েছে, সে ছাড়া কে ইবরাহীমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে।

Muhiuddin Khan

ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

Zohurul Hoque

আর যে ইব্রাহীমের ধর্মমত থেকে অপসৃত হয় সে ছাড়া আর কে নিজেকে নির্বোধ বানায়? আর অবশ্যই আমরা তাঁকে এই দুনিয়াতে মনোনীত করেছিলাম, আর নিঃসন্দেহে তিনি আখেরাতে হবেন ধার্মিকদের অন্যতম।